Tripura Power Department : বিদ্যুৎ ক্ষেত্রে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন ব্যবস্থাকে শক্তিশালি করতে গত পাঁচ বছরে ২০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Power Department : বিদ্যুৎ ক্ষেত্রে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন ব্যবস্থাকে শক্তিশালি করতে গত পাঁচ বছরে ২০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে

Share This

 


আগরতলা, ১৬ নভেম্বর : রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন ব্যবস্থাকে শক্তিশালি করার লক্ষ্যে গত পাঁচ বছরে ২০০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তাছাড়াও আগামী তিন চার বছরের মধ্যে রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রের ডিস্ট্রিবিউশনকে আরও শক্তিশালি করার পাশাপাশি ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য রাজ্যের বিদ্যুৎ ক্ষেত্রে ১ হাজার ৯৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। বুধবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে একথা জানান। 


 বিদ্যুৎ দপ্তরের সচিব জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টিভঙ্গি সবার জন্য বিদ্যুৎ পরিষেবা প্রদান। এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে রাজ্যের বিদ্যুৎ দপ্তর কাজ করে যাচ্ছে। সচিব তথ্য সহ রাজ্যের বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির তথ্য তুলে ধরেন। তিনি জানান, রাজ্যে পুনর্নির্বিকরণ শক্তির উন্নতিকরণে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের সহযোগিতায় ডম্বুর লেইকে ১৩০ মেগাওয়াট ফ্লোটিং পাওয়ার প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।


সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎ দপ্তরের সচিব জানান, রাজ্যের ১০০ শতাংশ ঘরে বিদ্যুৎ পরিষেবা প্রদানের লক্ষ্যে দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা ও সৌভাগ্য যোজনায় রাজ্যের ২ লক্ষ ১৮ হাজার ৪৮৮টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। রিভাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টার প্রকল্পে ৫ লক্ষ ৪৭ হাজার স্মার্ট এবং প্রিপেইড মিটার গ্রাহকের বাড়িতে বসানো হবে। এছাড়াও ৮ হাজার ৭২০ কিমি এল টি এরিয়েল বাঞ্চড ক্যাবল এবং ৮৩০টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বসানো হবে। 


বিদ্যুৎ দপ্তরের সচিব আরও জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় রাজ্যের ডিস্ট্রিবিউশন নেটওয়াকের উন্নতিতে ১ হাজার ১৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এই প্রকল্পে ১৪০ কিমি আন্ডারগ্রাউন্ড ক্যাবল এবং ১ লক্ষ ২০ হাজার স্মার্ট মিটার বসানো হবে। রাজ্যের বিদ্যুৎ দপ্তর ২০২০-২১ অর্থবছরে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ইন্টিগ্রেটেড রেটিংস অব পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউটিলিটিস এবং কাস্টমার সার্ভিস রেটিংস অব ডিসকম এর ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এছাড়াও রাজ্যে সৌভাগ্য প্ৰকল্প রূপায়ণ, কোভিড- ১৯ মোকাবিলা এবং ইন্ডিয়া স্মার্ট গ্রিড ফোরামের ক্ষেত্রেও বিদ্যুৎ দপ্তর পুরস্কার অর্জন করেছে। এছাড়াও তিনি দপ্তরের গ্রাহক পরিষেবা কেন্দ্র, রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম, এন্টারপ্রাইস রিসোর্স প্লেনিং, দপ্তরের সেফটি সেল ইত্যাদি বিষয়েও আলোকপাত করেন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডাইরেক্টর দেবাশিস সরকার এবং অতিরিক্ত সচিব উদয়ন সিনহা।



Accident On Flyover : উড়ালপুলের রেলিং টপকে নিচে পড়লো ৩ যুবক, নিহত ১, আশংকাজনক ২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad