Bicycle Distribution : শচীন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Bicycle Distribution : শচীন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

Share This


 জিরানীয়া, ২৬ ডিসে : সব ছাত্রছাত্রী মেধাবী হতে পারে না। কিন্তু চেষ্টা করলে ভাল মানুষ হওয়া যায়। ছাত্রছাত্রীদের ভালভাবে পড়াশোনা করার পাশাপাশি ভাল নাগরিক হয়ে উঠতে হবে। সোমবার জিরানীয়ার শচীন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্রীদের বিদ্যালয়ে নিয়ে আসতেই নবম শ্রেণীর সমস্ত ছাত্রীদের সাইকেল দেওয়া হচ্ছে। আজ বিদ্যালয়ের ৪৬ জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়। ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের কর্মসূচিতে ছাত্রীদের এই বাইসাইকেল দেওয়া হয়েছে।

 

অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। তিনি বিদ্যাজ্যোতি প্রকল্প ও শিক্ষার পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকারের বিভিন্ন কর্মসূচি রূপায়ণের কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শচীন্দ্রনগর গ্রামপঞ্চায়েতের প্রধান করুণা শর্মা গোস্বামী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহীন দেওয়ান প্রমুখ।



Prati Ghare Sushason : প্রতি ঘরে সুশাসন অভিযানের সমাপ্তি, জেলা ভিত্তিক শ্রেষ্ঠ পুরস্কার পেলো ধলাই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad