Assembly Election 2023 : খোয়াই জেলায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে ব্যয়সংক্রান্ত পর্যবেক্ষকের বৈঠক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Assembly Election 2023 : খোয়াই জেলায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে ব্যয়সংক্রান্ত পর্যবেক্ষকের বৈঠক

Share This

 


খোয়াই , ০৩ ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে  শুক্রবার খোয়াই জেলাশাসক কার্যালয়ের মিলনায়তনে বিধানসভার ২৪ - রামচন্দ্রঘাট ( এসটি ) , ২৫ - খোয়াই , ২৬ - আশারামবাড়ি ( এসটি ) কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যয়সংক্রান্ত পর্যবেক্ষক বালাথটি সুনীল কুমার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে এক বৈঠকে মিলিত হন । বৈঠকে পর্যবেক্ষক বালাথটি সুনীল কুমার ব্যয়সংক্রান্ত যাবতীয় বিষয়গুলি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে চলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান । 


এদিনের সভায় বিজেপি , সিপিআই ( এম ) , তিপরা মথা , নির্দলের প্রতিনিধিগণ সহ ২৪ রামচন্দ্রঘাট ( এসটি ) কেন্দ্রের আরও এন এস চাকমা , ২৫ - খোয়াই কেন্দ্রের আরও বিজয় সিনহা , ২৬ - আশারামবাড়ি ( এসটি ) কেন্দ্রের আরও তথা অতিরিক্ত সুভাষ চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন ।



Assembly Elections 2023 : ত্রিপুরা বিধানসভার নির্বাচনে ২৫১ জন প্রার্থী প্রতিবন্দিতায় রয়েছেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad