CM Meets General Public : রক্ত জনিত বিরল রোগে আক্রান্ত গরিব ছেলের চিকিৎসায় মুখ্যমন্ত্রীর উদ্যোগ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

CM Meets General Public : রক্ত জনিত বিরল রোগে আক্রান্ত গরিব ছেলের চিকিৎসায় মুখ্যমন্ত্রীর উদ্যোগ

Share This


 আগরতলা, ২৯ এপ্রিল : আগরতলা ইন্দ্রনগর নিবাসী সোমা রায় ও শম্ভু রায়ের একমাত্র ছেলে শুভ্রজিৎ রায়। শুভ্রজিৎ তার পাঁচ বছর বয়স থেকে রক্তঘটিত বিরল রোগে আক্রান্ত। মা-বাবার পক্ষে ছেলের চিকিৎসা ব্যয় চালানো সম্ভব হচ্ছিল না। ছেলের ভবিষ্যৎ-এর কথা চিন্তা করে এক রাশ আশা নিয়ে শনিবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সাথে সাক্ষাত করেন। মুখ্যমন্ত্রী তাঁদের সমস্যা সম্পর্কে অবগত হন এবং তাদের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার নির্দেশ দেন।


এদিন পুত্রবধূকে সাথে নিয়ে মানিক দেব নমে আরেক জন আম নাগরিক মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাত করেন। কিছুদিন পূর্বে তার ছেলে প্রয়াত হয়েছে। সদ্য বিধবা পুত্রবধূর ভবিষ্যতের কথা ভেবে মুখ্যমন্ত্রীর সাথে তিনি সাক্ষাত করেন। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিধবা মহিলার সমস্যার কথা শুনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন। এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আজ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জনগণ মুখ্যমন্ত্রী ডাঃ সাহার সাথে মিলিত হন। মুখ্যমন্ত্রী তাদের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগের কথা শুনেন এবং সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। জনসাধারণের সাথে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী এবং স্বাস্থ্য সচিব ড. দেবাশিস বসু।


উল্লেখ্য দিল্লি সফর করে আসার একদিন বাদেই শনিবার আগরতলার সরকারি বাসভবনে আমজনতার বিভিন্ন সমস্যা নিয়ে তাঁদের কথা মন দিয়ে শুনলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী।  রাজ্যের প্রত্যেকটি মানুষের সুখ - দুঃখ, সুবিধা - অসুবিধা, ভালো মন্দ দেখার গুরুদায়িত্ব তাঁর কাঁধে। মানুষের সমস্যা জেনে সেটার যথাযথ সমাধান করে দেওয়া মুখ্যমন্ত্রী হিসেবে অন্যতম দায়িত্ব ও কর্তব্য। গত কয়েক সপ্তাহ ধরে সময় পেলেই নিয়ম করে আমজনতার সঙ্গে সাক্ষাৎ করছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সেই সাক্ষাৎ পর্বে তিনি জেনে নিচ্ছেন মানুষের বিভিন্ন সমস্যার কথা। এদিন সকালেও নিজের সরকারি বাসভবনে সাধারণ মানুষের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানাবিধ সমস্যা নিয়ে এদিন মুখ্যমন্ত্রীর শরনাপন্ন হন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকগণ জনতার সমস্যা সম্পর্কে উপলব্ধ হন। 


পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবিষয়ে মুখ্যমন্ত্রী জানান, "জনগনের বিভিন্ন সমস্যা নিরসনে ক্রমাগত তৎপর রয়েছে আমাদের সরকার। নাগরিকদের কাছে আরও সরলভাবে সরকারকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ আমার সরকারি বাসভবনে জনগনের বিভিন্ন সমস্যা গুলো সম্পর্কে অবগত হই। আমি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের এসকল সমস্যার সঠিক সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিই।" 



Academic Excellence : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিশেষ সাফল্যের জন্য ২০২ জন ছাত্রছাত্রী পুরস্কৃত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad