আগরতলা, ৩০ এপ্রিল : বালি বোঝাই লড়ির সাথে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত হল এক যান চালক। ঘটনা রবিবার সকাল নটা নাগাদ আনন্দনগর-কাঞ্চনমালা সড়কে। আহত যানজালক বর্তমানে হাঁপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, এদিন সকাল ৯ টা নাগাদ আমতলী থানাধীন রানীর খামার সন্ধি সংঘ সংলগ্ন এলাকা থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল এটি মারুতি ভ্যান। তখন আনন্দনগর-কাঞ্চনমালা সড়কের মোড়ে আগরতলার দিক থেকে আসা একটি বালি বোঝাই লড়ি তার সাথে মুখোমুখি ধাক্কা দেয়। এতে কাঞ্চনমালা পাল কলোনী এলাকার গাড়ি চালক অজিত পাল গুরুতর অভাবে আহত হয়। এলাকাবাসীরা তৎপরতার সঙ্গে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি চালককে উদ্ধার করে অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেয় । পরে দমকলের কর্মীরা ছুটে এসে তাকে ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ। তাঁরা দুর্ঘটনাগ্রস্থ লড়িটিকে আটক করে। তবে লরিচালক ঘটনার পরেই পালিয়ে যায় বলে খবর। পুলিশ একটি দুর্ঘটনার মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।
এদিকে আগরতলা নাগেরজলা মোটরস্ট্যান্ড পার্কিং জোন থেকে চুরি হয়ে যাওয়া পালসার বাইক উদ্ধার হলো গোকুলনগরস্থিত জাতীয় সড়কের পাশে জঙ্গল থেকে। শনিবার দিনদুপুরে বাইকটি চুরি হয়। রবিবার সকালে এলাকার কিছু ছেলে প্রাতঃভ্রমণ করার সময় দেখে জঙ্গলে একটি বাইক পড়ে আছে। তারা পুলিশকে খবর দিলে পুলিশ বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
CM Meets General Public : রক্ত জনিত বিরল রোগে আক্রান্ত গরিব ছেলের চিকিৎসায় মুখ্যমন্ত্রীর উদ্যোগ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন