Accident : সাব্রুমের দমদমায় যাত্রীবাহী গাড়ী উল্টে স্কুলপড়ুয়া ছাত্রী সহ আহত ৭, ৩ জনের অবস্থা গুরুতর - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

IMG_20210801_114612

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

demo-image

Accident : সাব্রুমের দমদমায় যাত্রীবাহী গাড়ী উল্টে স্কুলপড়ুয়া ছাত্রী সহ আহত ৭, ৩ জনের অবস্থা গুরুতর

Share This


 সাব্রুম, ১১ জুন : রবিবার সাব্রুমের দমদমা এলাকায় একটি যাত্রীবাহী গাড়ী উল্টে যাওয়ার ঘটনায় একজন স্কুলপড়ুয়া ছাত্রী সহ আহত হলো ৭ জন যাত্রী। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জিবিতে রেফার করা হয়েছে। বাকিদের সাব্রুম মহকুমা হাসপাতালে চিকিৎসা করা হয়।


ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বেলা ১২টা নাগাদ একটি যাত্রী বোঝাই মেজিক গাড়ী মনু বাজার থেকে সাব্রুমে আসার পথে সাব্রুমের দমদমা এলাকায় সাব্রুম-আগরতলা ৮-নং জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় । এতে ৭ জন যাত্রী মারাত্মকভাবে জখম হয়। পথচলতি সাধারণ মানুষ দুর্ঘটনা গ্রস্থ গাড়ি থেকে আহতদের উদ্ধার করে   সাব্রুম মহাকুমা হাসপাতালে নিয়ে যায়।  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসার পর তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের জিবি হাসপাতালে রেফার করে দেয়।


এদিনের দুর্ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য অনুযায়ী, গাড়িটি দ্রুত গতিতে থাকার ফলেই এই মারাত্মক দুর্ঘটনা। এর জন্য মূলত চালককে দায়ী করা হয়। আহতদের মধ্যে যে তিন জনকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে তাদের পরিচয় দিতে গিয়ে পুলিশ জানায় এদের নাম, নমিতা মগ, লক্ষী মিত্র ঘোষ এবং মিহু দাস বর্মন। এরমধ্যে এক স্কুল পড়ুয়া ছাত্রী ও রয়েছে । পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়।




Tripura Tourism : হেরিটেজ পার্কে বনদপ্তরের উদ্যোগে ফরেস্ট ফুড ফেস্টিবল-২০২৩ অনুষ্ঠিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages