Tripura Tourism : হেরিটেজ পার্কে বনদপ্তরের উদ্যোগে ফরেস্ট ফুড ফেস্টিবল-২০২৩ অনুষ্ঠিত - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Tourism : হেরিটেজ পার্কে বনদপ্তরের উদ্যোগে ফরেস্ট ফুড ফেস্টিবল-২০২৩ অনুষ্ঠিত

Share This


 আগরতলা, ১০ জুন : আগরতলা হেরিটেজ পার্কে বনদপ্তরের উদ্যোগে শনিবার ফরেস্ট ফুড ফেস্টিবল-২০২৩ অনুষ্ঠিত হয়। ফরেস্ট ফুড ফেস্টিভেলের উদ্বোধন করেন প্রধান মুখ্য বন সংরক্ষক কে এস শেঠি। ফুড ফেস্টিভেলের উদ্বোধন করে তিনি বলেন, জনজাতিদের রোজগার বৃদ্ধির লক্ষ্যেই বনদপ্তর এ ধরণের উৎসবের আয়োজন করেছে। সরকার জনজাতিদের জীবনধারা ও খাদ্যাভাসকে পর্যটনের সঙ্গে যুক্ত করতে উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বনজখাদ্য রাজ্যের শুধু জনজাতিদের মধ্যেই জনপ্রিয় নয়, অন্যান্য অংশের মানুষের কাছেও সমান জনপ্রিয়। এই উৎসবের মূল লক্ষ্য হল বনজ খাবারকে সমাজের মূল ধারায় নিয়ে আসা। তাছাড়াও এই উৎসব স্বসহায়ক দল ও যৌথ বন ব্যবস্থাপনা কমিটির সদস্যদের রোজগার বাড়াতেও সহায়ক হবে।


অনুষ্ঠানে অতিরিক্ত প্রধান মুখ্য বনসংরক্ষক কে শ্যামল বলেন, বনজখাদ্য জনজাতিদের জীবন জীবিকার মান উন্নয়নে দিশা দেখাচ্ছে। বনজখাদ্যকে জনপ্রিয় করতে বন সংরক্ষণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা বায়োডাইভারসিটি বোর্ডের সদস্য সচিব প্রবীণ আগরওয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা এস প্রভু ও বনদপ্তরের অন্যান্য আধিকারিকগণ। উৎসবে বিভিন্ন স্বসহায়ক দল, যৌথ বনব্যবস্থাপনা কমিটি ও জনজাতি অংশের বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগে খাবারের দোকান খোলা হয়েছে। অনুষ্ঠানে বন সচেতনতার উপর নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




Crime : ব্রহ্মকুন্ডে পায়ের শিরা কেটে খুন যুবক, গ্রেপ্তার ৩ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad