Crime : ব্রহ্মকুন্ডে পায়ের শিরা কেটে খুন যুবক, গ্রেপ্তার ৩ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime : ব্রহ্মকুন্ডে পায়ের শিরা কেটে খুন যুবক, গ্রেপ্তার ৩

Share This


 মোহনপুর, ৯ জুন : মোহনপুর মহকুমার সিধাই থানাধীন সিমনার ব্রহ্মকুন্ড গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে এক রক্তাক্ত যুবকের দেহ উদ্ধার হয়। ব্রহ্মকুন্ড এলাকারই বাসিন্দা অন্তু রায় নামে যুবকের রক্তাক্ত হওয়ার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় সিধাই থানার পুলিশ এবং মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন। 

 

জানা গেছে বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ পেশায় মুদি দোকানী অন্তু রায়ের প্রতিবেশী কালিপদ ভট্টাচার্য আচমকা কোন কিছুর শব্দ শুনতে পেয়ে ঘরের বাইরে আসেন। তিনি দেখতে পান পাড়ার ছেলে অন্তু রায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার বারান্দায়। এই অবস্থায় কালিপদ ভট্টাচার্য অপর প্রতিবেশী অমৃত লাল রায়কে ডেকে এনে উভয়ে মিলে অন্তুকে সিমনার কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার ব্যবস্থা করেন। স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলাকালীন সময়ে মৃত্যু হয় অন্তুর।


 জানা গেছে ব্রহ্মকুন্ডের শিব মন্দির সংলগ্ন অংশে একটি দোকান রয়েছে মৃত অন্তু রায়ের। রাতে বাড়ী থেকে খাবার খেয়ে প্রতিদিনের মতো দোকানে যাবার সময় তার উপর এক বা একাধিক দুষ্কৃতী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে থাকতে পারে বলে অনুমান। জানা গেছে এই আঘাতে অন্তু রায়ের ডান পা পুরোপুরি ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই ঘটনায় পুলিশ শিবু ভট্টাচার্য, অঞ্জন পাল ও কৃষ্ণ সিং নামে তিনজনকে আটক করেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।




Cabinet Dicition : রাজ্যের ৬টি স্বাস্থ্যকেন্দ্রে স্টাফ  কোয়ার্টার, ৫টি বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু ও বিভিন্ন পদে ১৪৬ জনকে নিয়োগের সিদ্ধান্ত নিলো সরকার 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad