Accident : সুইমিং পুলে মৃত্যু নাবালকের, বেপরোয়া বাইকের ধাক্কায় প্রান গেল আরো এক যুবকের - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Accident : সুইমিং পুলে মৃত্যু নাবালকের, বেপরোয়া বাইকের ধাক্কায় প্রান গেল আরো এক যুবকের

Share This

 


আগরতলা, ২৫ জুন : বেপরোয়া বাইকের ধাক্কায় প্রান গেল এক যুবকের । মৃত যুবকের নাম গণেশ সরকার, পিতা হরিপদ সরকার । ঘটনা রবিবার খোয়াই থানাধীন মধ্য সিঙ্গিছড়া দুই নং ২০৮বি জাতীয় সড়কে। অভিযুক্ত বাইক চালককে আটক করে উত্তেজিত জনতা পুলিশের হাতে তুলে দেয় । ক্ষুব্ধ একাংশ জনতা পুড়িয়ে দেয় অভিশপ্ত বাইকটিকে।


জানা যায় এদিন সকালে সিঙ্গিছড়ার বাসিন্দা গণেশ সরকার দুই নং বাজারের একটি মিষ্টি দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে ২০৮বি জাতীয় সড়ক হয়ে বাড়ি ফেরার পথে দ্রুত গতিতে একটি বাইক গণেশ সরকারকে সজোরে ধাক্কা দেয় এতেই গণেশ সরকার রাস্তার উপর ছিটকে পড়ে ফলে গণেশ সরকার মুখে এবং মাথায় আঘাত পায়। ঘটনাটি স্থানীয়দের নজরে আসলে সাথে সাথে গণেশ সরকারকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেয় । কিন্তু জিবি পৌঁছানো সম্ভব হয়নি, মাঝ রাস্তায় মৃত্যু হয় গণেশ আহত সরকারের  । অন্যদিকে অভিযুক্ত বাইক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা । একই সাথে পুড়িয়ে দেয় তার বাইকটিকেও। 


অপর একটি মর্মস্পর্শী ঘটনা ঘটে ধর্মনগর বিবিআই স্কুলের সুইমিং পুলে । সেখানে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয় এক নাবালকের। তীব্র দাবদাহে ঠান্ডা জলে স্নানের মজা নিতে বন্ধুদের সাথে স্কুলের সুইমিং পুলে গিয়েছিল রোহন মালাকার নামে ঐ নাবালক । বিভিন্ন কায়দায় জলে ঝাঁপ দিয়ে বন্ধুদের সাথে ভিডিও তৈরি করছিল রোহন। কিন্তু কিছু সময় পরেই জলে ঝাঁপ দিয়ে আর উঠেনি রোহন। বন্ধুরা তাকে জল  থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনায় শোকেরছায়া নেমে আসে পরিবার বন্ধু-বান্ধব সহ গোটা ধর্মনগরে।


এদিকে রবিবার শান্তিরবাজার মহকুমার বেতাগা সাইনবোর্ড এলাকার বাসিন্দা রূপন সওদাগর নামে এক ব্যক্তি নিজ বাড়িতে কাজ করার সময় পাকা ওয়াল তার উপর ভেঙে পরে। এলাকাবাসী দুর্ঘটনার খবর পেয়ে আহত যুবককে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায় । তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। আহত যুবক পেশায় শিক্ষক বলে জানা গেছে।




Crime : নয় বছরের এক শিশু কন্যার উপর নির্যাতনের ঘটনায় জাহাঙ্গীর নামে এক ব্যাক্তি পুলিশের জালে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad