উদয়পুর, ২৪ জুন : আবারও অবক্ষয়ের চিত্র উঠে এল মন্দির নগরী উদয়পুরে। গতকাল উদয়পুর মহকুমায় জাহাঙ্গীর মিয়া নামে এক ব্যক্তি উদয়পুরে আসে। তার বাড়ি বিশালগড় মহকুমায় রাহুতখোলা এলাকায়। সে উদয়পুরে এসে নয় বছরের এক শিশু কন্যার উপর শারীরিক হত্যাচার চালায় শুক্রবার বিকেলে। নয় বছরের মেয়ে টি সব ঘটনা বাড়িতে গিয়ে অভিভাবক দের জানায়। অভিভাবকরা সঙ্গে সঙ্গে এঘটনা এলাকাবাসী সহ উদয়পুর মহিলা থানায় জানায়। পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই এলাকাবাসী জাহাঙ্গীর মিয়া কে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর কে উদয়পুর মহিলা থানায় নিয়ে যায়। সেখান থেকে রাতে তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীর প্রহারে তার আঘাত মারাত্মক হওয়ায় চিকিৎসকরা অভিযুক্ত জাহাঙ্গীরকে গোমতী জেলা হাসপাতালে শল্য বিভাগে রেখে চিকিৎসা চালাচ্ছেন।এ দিকে পুলিশ জাহাঙ্গীরের বিরুদ্ধে ৩৫৪ IPC পক্সো ৮ ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। য়ার কেইস জল নম্বর ৪৫/২৩। এঘটনায় এলাকাবাসী জাহাঙ্গীরের কঠোর শাস্তি দাবি জানিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন