আগরতলা, ২৩ জুন : আগামী ২৬ জুন থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়িতে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী ৭ দিনব্যাপী আয়োজিত খাটি উৎসব, মেলা ও প্রদর্শনী। ঐদিন সকাল ১১টায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ঐতিহ্যবাহী ৭দিনব্যাপী খাটি উৎসব ও প্রদর্শনীর উদ্বোধন করবেন৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, বিধায়ক স্বপ্না দেববর্মা এবং পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল, বিধায়ক তথা খার্চিমেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী প্রমুখ।
৭ দিন ব্যাপী খার্চি পূজা ও উৎসব উপলক্ষে রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি এই উৎসব রাজ্যবাসীর মধ্যে আনন্দ, ভালোবাসা, খুশি, সমৃদ্ধি, শান্তি ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন।
ঐতিহ্যবাহী খাটি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, 'খার্চি মহামিলনের উৎসব। রাজ্যের নিজস্ব ঐতিহ্য ও পরম্পরাগত এই উৎসব উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। এই উৎসব এখন সকল অংশের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। চতুর্দশ দেবতার আশীর্বাদ রাজ্যবাসীর উপর বর্ষিত হোক। সুস্থ ও সমৃদ্ধ রাজ্য গড়ে তুলতে চতুর্দশ দেবতার আশীর্বাদ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস"।
DISHA committee : প্রথম রাজ্যস্তরীয় দিশা কমিটির সভা, জনজাতি এলাকার উন্নয়নে সরকারের গুরুত্বারোপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন