মেলাঘর, ১৬ জুন : পুকুর থেকে কুকুর তুলে আনলো সদ্যজাতক শিশুর মৃত্যু দেহ। ঘটনা সোনামুড়া থানাধীন তেলকাজলা বানিয়াচড়া গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের বরডেপায় এলাকায়। এক কলঙ্কের অধ্যায় রচিত হলো মেলাঘর তেলকাজলা বরডেপায় এলাকায়। সামাজিক অবক্ষয়ের এই নগ্ন চিত্রটি এলাকার সব মানুষকে কম্পন ধরিয়ে দিয়েছে। উপস্থিত জনতার প্রশ্ন কি দোষ ছিল এই শিশুটির, শিশুটি তো পৃথিবীর আলো বাতাস দেখতে চেয়েছিল।
অভিযোগ সদ্যোজাত শিশুটিকে একটি পুকুরে বস্তার ভিতর দিয়ে গেথে রাখা হয়েছিল। শুক্রবার সকাল বেলা একটি কুকুর ওই বস্তাবর্তী ভ্রণ শিশুটিকে তুলে নিয়ে যাওয়ার সময় তখন মানুষের নজরে পড়ে। এরপর মুহূর্তের মধ্যে এলাকার মানুষ ভ্রুন শিশুটিকে দেখার জন্য ভিড় জমে।
উপস্থিতি জনতা আক্ষেপ করে বলেন, একটি শিশুর জন্য কত মানুষ ভগবান আর আল্লাহর কাছে প্রার্থনা করে। আর সেই জায়গায় দাড়িয়ে মানুষ অবৈধ সম্পর্ক এর মাধ্যমে কত না শিশু আজকে ভ্রণ হত্যা করচ্ছে। তবে ওই এলাকার কেও এই জঘন্য কাজ করেছে কি না তা এলাকাবাসী খবর নিয়ে দেখবে বলে শোনা যায় । এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ছি ছি রব উঠেছে। শেষ পর্যন্ত মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা প্রত্যক্ষ করেছেন এবং পুলিশের পক্ষ থেকে তদন্ত করবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে।
Dr Manik Saha : মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে বিভিন্ন সমস্যা নিয়ে আসা জনগণের সাথে কথা বললেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন