BJP Tripura Rally : শান্তিরবাজারে বিজেপির সমাবেশে জেপি নাড্ডা, কংগ্রেস সিপিএম মানেই ভ্রষ্টাচার, করাপশন, বিজেপি মানেই বিকাশ। - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

BJP Tripura Rally : শান্তিরবাজারে বিজেপির সমাবেশে জেপি নাড্ডা, কংগ্রেস সিপিএম মানেই ভ্রষ্টাচার, করাপশন, বিজেপি মানেই বিকাশ।

Share This


 আগরতলা, ১৬ জুন : ভারতে মোদী সরকারের নবম বর্ষপূর্তি উপলক্ষে ত্রিপুরা প্রদেশ বিজেপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সিপিএম দলকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি আড্ডা। শনিবার শান্তিরবাজারে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দুটি দল যেখানেই ক্ষমতায় থেকেছে সেখানেই শুধু গরিবী আর বেকারত্ব শুরু হয়ে যায়। সেই বেকারত্ব থেকে দেশকে বের করে রোজগারের ব্যবস্থা করার মাধ্যমে দেশকে পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তুলেছেন মোদী। তিনি আরও বলেন, বিশ্বের আর্থিক ব্যবস্থায় দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়া জিডিপি’র দেশ হল এই ভারতবর্ষ। ভারতবর্ষ জিডিপি’র দিক দিয়ে ৮.৭ শতাংশে দাঁড়িয়ে আছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আর্থিক দিক দিয়ে যদি পৃথিবীর দৃষ্টিতে কোনো উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করে থাকে, তবে তা শুধুমাত্র ভারতবর্ষ। 


বিজেপির সর্বভারতীয় সভাপতি তাঁর বক্তব্যে  কংগ্রেস-সিপিআইএম ও বিজেপি দলের মধ্যে পার্থক্য তুলে ধরতে গিয়ে কংগ্রেস ও সিপিআইএম-কে চাচাছোলা ভাষায় আক্রমণ করেন । তিনি বলেন, কংগ্রেস মানে হল ভ্রষ্টাচার, কমিশন, কুশাসন, পরিবারবাদ এবং সিপিআইএম মানেই হল সরকারি অর্থ লুট, অরাজকতা, প্রশাসনিক ব্যবস্থার পতন, সিপিআইএম মানেই দূর্নীতি। আর বিজেপি মানেই হলো হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে, এয়ারওয়ে অর্থাৎ ‘হীরা’। বিজেপি মানেই বিকাশ-শিক্ষা-উন্নয়ন-সশক্তিকরণ, বিজেপি মানেই সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস । 


 

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা আরও বলেন, ভ্রষ্টাচার ও বংশবাদ থেকে দেশকে বের করে বিকাশবাদের দিকে এগিয়ে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  তিনি  বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুধুমাত্র সরকারই নয়, সরকারের কাজ করার সংস্কৃতিও পালটে গেছে বিগত ৯ বছরে। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন মূলক বিভিন্ন কাজের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, একটা সময় ছিল যখন প্রতিদিন শুধুমাত্র ১২ কিলোমিটার করে জাতীয় সড়কের কাজ হতো কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে প্রতিদিন ২৯ কিলোমিটার করে জাতীয় সড়ক গড়ার কাজ হচ্ছে। পাশাপাশি তিনি মোদী সরকারের রাজত্বকালের নয় বছরে গোটা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও কোন কোন দিক দিয়ে উন্নতি হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরেন।


এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আধুনিক ভারতবর্ষ নতুন উদ্যমে এগিয়ে চলেছে। দীর্ঘদিনের উপেক্ষিত ও অবহেলিত ছিল উত্তর-পূর্ব। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে উত্তর-পূর্বের উন্নতিসাধন সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর মার্গ দর্শনেই গত ৯ বছরে ত্রিপুরারও সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মার্গদর্শনেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার।


 এদিনের জনসভায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বলেন ত্রিপুরার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদার দৃষ্টিভঙ্গি রয়েছে বলেই সম্ভব হচ্ছে। এজন্য তিনি বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক,  প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য সদস্যারা,পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরা, সকল বিধায়ক সহ দলীয় নেতৃত্বরা। এদিনের জনসভায় বিজেপির কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।




Crime : নবজাত শিশুর মৃতদেহ পুকুর থেকে তুলে আনলো কুকুর !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad