Rainy Day : কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে জলমগ্ন আগরতলা, কাটা খালে ভেসে গেল ৭টি গাড়ি ! - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Rainy Day : কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে জলমগ্ন আগরতলা, কাটা খালে ভেসে গেল ৭টি গাড়ি !

Share This


 আগরতলা, ১৮ জুন : রবিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়। এতে রাজধানী আগরতলার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুনি, শ্রীকৃষ্ণ মন্দির এলাকায় জলে টইটম্বুর হয়ে পড়ে। এতে জনজীবনে ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। যানবাহন চলাচল বেশ কিছু এলাকায় প্রায় স্তব্ধ হয়ে পড়ে। শহরের বেশ কয়েকটি জায়গায় জলের তলায় ডুবে যায় প্রায় অর্ধশতাধি স্কুটি-বাইক।


এদিনের কয়েক পশলা বৃষ্টিতে ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয় আগরতলার উজান অভয়নগরের কাটাখাল এলাকায়। এখানে প্রবল জলের স্রোতে ভেসে যায় সাতটি ছোট গাড়ি। নেতাজি ক্লাবের পাশে  পার্কিং করে রাখা এই গাড়িগুলো জলের স্রোতে ভাসতে ভাসতে চলে যায় অনেকটা দূরে । এতে প্রত্যেকটা গাড়ির ইঞ্জিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে এলাকাবাসীর অভিমত।





ভারী বৃষ্টির ফলে রাজধানী আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন পার্কে একটি বিশালাকার গাছ ভেঙে পড়ে। এতে করে পার্কের বাউন্ডারি সহ বেশ কিছু জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আগরতলা পুর নিগমের ২৯ নং ওয়ার্ডের যোগেন্দ্রনগর অজিতপল্লী এলাকায় বেশ কয়েকটি বাড়িতে বৃষ্টির জল ঢুকে পড়ে। এতে ঘরের আসবাবপত্রের বেশ ক্ষয়ক্ষতি হয় বলে খবর। রাজধানীর বনমালীপুর সহ বেশ কয়েকটি জায়গায় সিভিল ডিফেন্স কর্মীদের ভোট নিয়ে জলমগ্নদের সহায়তায় ঝাঁপিয়ে পড়তে দেখা যায়। 



BJP Tripura Rally : শান্তিরবাজারে বিজেপির সমাবেশে জেপি নাড্ডা,  কংগ্রেস সিপিএম মানেই ভ্রষ্টাচার, করাপশন, বিজেপি মানেই বিকাশ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad