Higher Education : রাজ্যের ২৫টি সাধারণ ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদনপত্র জমা হয়েছে ৪৯ হাজার ৬৬২টি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Higher Education : রাজ্যের ২৫টি সাধারণ ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদনপত্র জমা হয়েছে ৪৯ হাজার ৬৬২টি

Share This

 


আগরতলা, ২৭ জুন : রাজ্যের ২৫টি সাধারণ ডিগ্রি কলেজে গত ১৬ জুন, ২০২৩ থেকে ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে ১৪ জুলাই, ২০২৩ পর্যন্ত। মঙ্গলবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী এ সংবাদ জানান। তিনি জানান, এবছর ডিগ্রি কলেজগুলিতে নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে ছাত্রছাত্রী ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে কলেজগুলিতে বৃত্তিমূলক, মূল্যবোধমূলক সহ ৪ বছরের ডিগ্রি কোর্স থাকবে। কোনো ছাত্র কোর্স শেষ হওয়ার আগে অন্যত্র চলে গেলে তাকে সার্টিফিকেটও প্রদান করা হবে। নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিত থাকার ক্ষেত্রে নম্বর প্রদান করা হবে, যা পাশের ক্ষেত্রে কাজে লাগতে পারে।



সাংবাদিক সম্মেলনে শিক্ষা সচিব জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের ২৫টি সাধারণ ডিগ্রি কলেজ, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ে নতুন জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছে। তিনি জানান, নতুন জাতীয় শিক্ষানীতি অনুসারে প্রত্যেক ছাত্রছাত্রীকে কলেজগুলিতে ভর্তি করানো হবে। বর্তমানে ২৫টি ডিগ্রি কলেজে মোট আসন রয়েছে ২৮ হাজার ৩৪২টি। এবছর ভর্তির জন্য আবেদনপত্র জমা হয়েছে ৪৯ হাজার ৬৬২টি। ছাত্রছাত্রীদের মেরিটের ভিত্তিতেই বিভিন্ন কলেজগুলিতে ভর্তি করানো হবে। যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন কারণে ভর্তির জন্য ফর্ম পূরণ করতে পারেনি তাদের স্পট রাউন্ডের মাধ্যমে ভর্তি করানো হবে।


শিক্ষা সচিব জানান, রাজ্য সরকার সাধারণ ডিগ্রি কলেজগুলির পরিকাঠামোগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। মহারাজা বীরবিক্রম কলেজের সৌন্দর্যায়ন ও মেরামতের জন্য ইতিমধ্যেই ৮ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। এছাড়াও উদয়পুরের নেতাজী সুভাষ মহাবিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনার মাধ্যমে ৪০ কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা উপস্থিত ছিলেন।




Kharchi Festival : চতুর্দশ দেবতা বাড়িতে ৭ দিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসবের উদ্বোধন, প্রথম দিনেই শ্রদ্ধালুদের ব্যাপক সমাগম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad