Tragic Incident : কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ৭, আহতের সংখ্যা ২৬ জনেরও বেশি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tragic Incident : কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ৭, আহতের সংখ্যা ২৬ জনেরও বেশি

Share This

 


কুমারঘাট, ২৮ জুন : কুমারঘাটে ইসকনের উল্টো রথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ৭ জন শ্রদ্ধালু। আহতের সংখ্যা ২৬ জনেরও বেশি বলে খবর। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছুটে যায় দমকল ইঞ্জিন। ঘটানায় চাঞ্চল্য ছড়িয়ে পরে গোটা রাজ্যে। রাস্তার বিদ্যুৎ এর তার থেকেই এই বিপত্তি বলে জানা গেছে হচ্ছে।


জানা গেছে কুমারঘাট শহরের ঐতিহ্যবাহী  ইসকন মন্দিরের উল্টো রথ শতশত পুন্যার্থীর সমাগমে ঠাকুর জগন্নাথ কে রতে বসিয়ে উল্টো রথে বের হলে  স্থানীয় জ্যেকবিন ক্লাব সংলগ্ন এলাকায় পৌছতেই রথের চূড়া সড়কের হাইভলডিজ বিদ্যুৎ এর সংস্পর্শে চলে আসে। এতে রথের উপরে থাকা এবং আশেপাশে থাকা বেশ কয়েকজন শ্রদ্ধা আলো হাইভোল্টেজ বিদ্যুৎ স্পর্শে চলে আসেন। কোন কিছু বুঝে ওঠার আগে আগুনে ঝলসে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ৭জনের। পরে দমকলের কর্মীরা সবাইকে উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই হাসপাতালে ২৬ জনেরও বেশি গুরুতর আহত চিকিৎসা চলছে বলে খবর। 


 মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই সম্পর্কে নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেন, "আজ কুমারঘাটে একটি মর্মান্তিক দুর্ঘটনায় উল্টোরথ টানার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন পূণ্যার্থী এবং আহত হয়েছেন আরও কয়েকজন। এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। পাশাপাশি,‌ আহত‌ ব্যাক্তিদের দ্রুত সুস্থতা কামনা করি। রাজ্য সরকার এই কঠিন সময়ে তাদের পাশে রয়েছে।" পরে তিনি ট্রেন যুগে কুমারঘাট এর উদ্দেশ্যে রওনা হয়ে যান। সেখানে পৌঁছে তিনি ঘটনাস্থলে চলে যাবেন এবং কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো তার বিস্তারিত খোঁজখবর করবেন বলে জানা গেছে।


কুমারঘাটে উল্টো রথ টানতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ব্যাপক প্রাণহানির ঘটনায়। গভীর শোক বার্তা করেছেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। এই বিষয়ে তিনি নিজের সামাজিক মাধ্যমে লিখেন, "এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি । এই কঠিন সময়ে রাজ্য সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে । আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।" পাশাপাশি তিনি জানান, রাজ্য সরকার এবং বিদ্যুৎ নিগম সমস্ত রকম ভাবেই ক্ষতিগ্ৰস্থ পরিবারদের পাশে থাকবে। "যদিও আমি দপ্তরের কাজে রাজ্যের বাইরে থাকার কারণে আজ কুমারঘাট আসতে পারছি না।ঘটনার খবর পেয়েই আমি স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস এবং কুমারঘাটস্থিত বিদ্যুৎ নিগমের ডিজিএম এর সঙ্গে  কথা বলেছি। কেমন করে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো , এ বিষয়ে তদন্ত করে দ্রুত রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য ও ডিজিএমকে নির্দেশ দিয়েছি।"


এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে কুমারঘাট ইসকন মন্দির কর্তৃপক্ষ তাঁদের রথের চূড়া কেন এতটা উচু করতে গেল এবং তাঁদের রথ কেন লোহা দিয়ে তৈরি হলো এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। লোহার তৈরি রথেই ঠাকুর জগন্নাথকে তুলতে হবে, এমন কোন বিধান শাত্রমতে কোথায় আছে ? এনিও লোকজন প্রশ্ন তুলতে শুরু করেছেন। প্রশাসনের কোন খামখেয়ালিপনা ছিল কিনা তাও বিস্তৃতভাবে খতিয়ে দেখার দাবি উঠেছে।




Higher Education : রাজ্যের ২৫টি সাধারণ ডিগ্রি কলেজে  ভর্তির জন্য আবেদনপত্র জমা হয়েছে ৪৯ হাজার ৬৬২টি 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad