Tragic Incident : কুমারঘাট জুড়ে স্বজন হারার আর্তনাদের মধ্য দিয়ে সম্পন্ন হল ৭ জনের অন্তেষ্টিক্রিয়া - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tragic Incident : কুমারঘাট জুড়ে স্বজন হারার আর্তনাদের মধ্য দিয়ে সম্পন্ন হল ৭ জনের অন্তেষ্টিক্রিয়া

Share This


 কুমারঘাট, ২৯ জুন : উল্টো রথের পরের দিন গোটা কুমারঘাট জুড়ে যেন বিষাদ ভরা দিন। মাঝেমধ্যে আকাশ ভেঙ্গে ঝির ঝিরে বৃষ্টিকে মনে হয়েছিল প্রকৃতির কান্না। এমনই এক নিদারুণ দৃশ্যের মধ্য দিয়ে  সম্পন্ন হল উল্টো রথে বিদ্যুৎকৃষ্ট হয়ে নিহত সাত জনের অন্তেষ্টিক্রিয়া। কুমারঘাট শ্মশানে অন্তেষ্টিক্রিয়া চলাকালীন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বিধায়ক ভগবান চন্দ্র দাস প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য সহ অন্যান্যরা।


কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এদিন সকালে কুমারঘাটে ইসকনের উল্টো রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। এই ঘটনায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, বিধায়ক কিশোর বর্মণ, প্রদেশ বিজেপির সভাপতি  রাজীব ভট্টাচার্য, মহকুমা শাসক সুব্রত কুমার দাস প্রমুখ।


 কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিবতলী, বাঁশবাগান, উত্তর পাবিয়াছড়া, মহকুমা শাসক কার্যালয়ের পাশে ও সুভাষ সংঘের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতদের বাড়িতে যান। তাছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুর্ঘটনা স্থল পরিদর্শন করেন এবং কুমারঘাট মহকুমা হাসপাতাল ও ফটিকরায় প্রাথমিক হাসপাতালে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ভর্তি আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রয়াত পরিবারের বাড়ি পরিদর্শনের সময় মহকুমা শাসক মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা গতকাল যে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছিলেন তার অন্তর্বর্তী হিসেবে ১০ হাজার টাকা করে প্রত্যেক মৃত পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।


এদিকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন বিকেলে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন মর্মান্তিক ওই ঘটনায় আহতদের দেখতে যান। তিনি চিকিৎসকের সঙ্গে আহতদের চিকিৎসার ব্যাপারে বিস্তারিত খোঁজখবর করেন । এই ঘটনায় আহতদের চিকিৎসায় সরকারিভাবে যাতে কোন প্রকার ত্রুটি না থাকে তার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই বিষয় নিজের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেন, "কুমারঘাটের অনভিপ্রেত ঘটনায় আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ হাসপাতালে গিয়ে তাঁদের চিকিৎসার বিষয়ে যাবতীয় খোঁজখবর নিই এবং কোনো বিষয়ে যেন খামতি না থাকে তা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিই।আমি ঈশ্বরের নিকট আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।"


  কুমারঘাটে ইসকন আয়োজিত উল্টোরথের সময় মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা  সন্ধ্যায় ট্রেনে আগরতলা থেকে কুমারঘাটে ছুটে যান। কুমারঘাট পৌঁছেই মুখ্যমন্ত্রী প্রথমে কুমারঘাটের গীতাঞ্জলী অডিটরিয়ামের কাছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর মুখ্যমন্ত্রী কুমারঘাট মহকুমা হাসপাতাল ও ফটিকরায় প্রথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই ঘটনায় আহতদের দেখতে যান ও তাঁদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।। পরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক নিহতের নিকট আত্মীয়কে চার লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে। তাছাড়া এই দুর্ঘটনায় ৬০ শতাংশেরও বেশী আহতদের ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৪০ থেকে ৬০ শতাংশ আহতদের ৭৪ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াও আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পদস্থ আধিকারিক এবং রাজ্যস্তরীয় প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকদের এই বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 


উল্লেখ্য, অন্যান্য বছরের মতো এবছরও ঊনকোটি জেলার কুমারঘাটে স্থানীয় ইসকনের উদ্যোগে গতকাল উল্টোরথের আয়োজন করা হয়েছিল। এই উল্টোরথ উৎসবে অগণিত ভক্তপ্রাণ পুণ্যার্থীর সমাগম হয়েছিল। বিকেলের দিকে উত্তর পাবিয়াছড়ার দিকে যাওয়ার সময় গীতাঞ্জলী অডিটরিয়ামের কাছে জাতীয় সড়কের উপর রথে বিদ্যুৎ স্পষ্ট হয়ে ৭ জনের মৃত্যু হয়। এবং গুরুতর অভাবে ১৬ জন আহত হন। 




Tragic Incident : কুমারঘাটে উল্টো রথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু ৭, আহতের সংখ্যা ২৬ জনেরও বেশি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad