ইসকন আগরতলার কো-প্রেসিডেন্ট বলেন, এই ঘটনায় যারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁদের এবং পরিবার প্রীয়জনের জন্য সকাল সন্ধ্যা ইসকন মন্দিরের পক্ষ থেকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে । যাদের থাকতে অসুবিধে হচ্ছে তাঁদের ইসকন মন্দিরে থাকার ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে কিভাবে আর্থিক সহায়তা করা যায় এই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে । খুব শীঘ্রই ইসকন কর্তৃপক্ষ বিস্তৃতভাবে সাংবাদিকদের কাছে তা তুলে ধরবে। তিনি বলেন এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাঁদের পরিবারের কেউ যদি পড়াশোনার উপযুক্ত থাকে, তাকে বামুটিয়া স্থিত ভক্তিবেদান্ত স্কুলে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে লেখাপড়া করানো হবে । শুধু তাই নয় বই খাতা থেকে শুরু করে স্কুল ড্রেস সবকিছুই তাকে দেয়া হবে।
শ্রীদাম গোবিন্দ দাস বলেন পুনে শহরে সর্বভারতীয় স্তরে ইসকনের সম্মেলন চলছে । সেখানে প্রথমেই ত্রিপুরার কুমারঘাটে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে বিস্তৃত আলোচনা হবে এবং আগামী দিনে এই রূপ দুর্ঘটনা যাতে না ঘটে তা রুখতে কি কি করা যায় এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতিমধ্যে ইসকনের তরফ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, তাঁরা সারা ভারতে রথ উৎসবে নিরাপত্তা বিষয়টি নির্ধারণ করবে।
কুমারঘাটে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা যেভাবে হতাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন তার জন্য ইসকনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ব্যক্ত করা হয়েছে। ইসকন আগরতলার কো-প্রেসিডেন্ট শ্রীদাম গোবিন্দ দাস বলেন, তিনি গতকাল কুমারঘাট সফর করেছেন। দুর্ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এবং ইসকন মন্দিরের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেছেন। তিনি নিজেও ভারাক্রান্ত বলে সব ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করার মনোবল পাননি ।
কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো ? এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রীরাম গোবিন্দ দাস বলেন, এই বিষয়টি খতিয়ে দেখার জন্য ইসকনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, রথের উপরে যে শিশুরা ছিল, ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়ার পর, তাদেরকে খুব তাড়াতাড়ি সেখান থেকে সরিয়ে নেবার জন্য অভিভাবকরা কাছে যাওয়ার পরেই আর্থিং চলে আসে এবং সবাই তরিতাহত হন। সম্পূর্ণ রথটি তড়িতাহত হয়নি বলে তিনি উল্লেখ করেন ।
Tragic Incident : কুমারঘাট জুড়ে স্বজন হারার আর্তনাদের মধ্য দিয়ে সম্পন্ন হল ৭ জনের অন্তেষ্টিক্রিয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন