আগরতলা, ০১ জুলাই : রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় যুক্ত চিকিৎসক সহ সকলস্তরের স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা প্রদানে সরকার বদ্ধপরিকর। চিকিৎসকদের উপর আক্রমণ কখনও বরদাস্ত করবে না রাজ্য সরকার। কারণ চিকিৎসকরা নানা ধরনের প্রতিকূলতার মধ্যেও স্বাস্থ্য পরিষেবা প্রদানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সমাজের প্রত্যেককেই চিকিৎসকদের যোগ্য সম্মান প্রদানে সচেতন থাকা প্রয়োজন। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় চিকিৎসক দিবসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। উল্লেখ্য, প্রতি বছর ১ জুলাই দেশের প্রখ্যাত চিকিৎসক ভারতরত্ন ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে জাতীয় চিকিৎসক দিবস পালন করা হয়ে থাকে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা এমন একটি মহান পেশার সঙ্গে যুক্ত যারা মানুষের জন্ম ও মৃত্যুর শংসাপত্র দিয়ে থাকেন। চিকিৎসকদের সব সময় সেবার মনোভাব নিয়ে কাজ করা উচিত। পাশাপাশি চিকিৎসকদের চলন-বলনেও অমায়িক হতে হবে। তবেই রোগীর সঙ্গে মধুর সম্পর্ক স্থাপন করা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য হলো রাজ্য সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। তাই স্বাস্থ্যক্ষেত্রেই রাজ্য বাজেটের সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করা হয়। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। রাজ্যের স্বাস্থা ব্যবস্থার উন্নয়নের ফলেই রাজ্যে বর্তমানে জটিল রোগের অপারেশন সম্ভব হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, সমাজের প্রতি চিকিৎসকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। কিন্তু বিগত দিনে দেখা গেছে যে চিকিৎসকদের সেরকমভাবে সম্মান প্রদান করা হয়নি। বর্তমান রাজ্য সরাকর দলমত নির্বিশেষে সকল চিকিৎসকদের তাদের যোগ্য সম্মান প্রদান করছে। পাশাপাশি চিকিৎসকদের উপর আক্রমণের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গেই তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি কৈলাসহরের এক চিকিৎসকের উপর আক্রমণের ঘটনার নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের উপর আক্রমণ কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। এক্ষেত্রে সরকার কঠোর মনোভাব নিয়ে কাজ করবে। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে রোগীদের আস্থা ও বিশ্বাস অর্জনেও চিকিৎসকদের সচেষ্ট থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক তথ্য বিশিষ্ট চিকিৎসক দিলীপ কুমার দাস বলেন, সামাজিকস্তরে চিকিৎসকদের অবদান অনস্বীকার্য। তাই চিকিৎসকদের সম্মান প্রদানের ক্ষেত্রে সমাজের সকলকে আন্তরিক হতে হবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন রাজ্য সরকারের ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আয়োগের ভাইস চেয়ারম্যান ডা. অশোক সিনহা, স্বাস্থ্য দপ্তরের সচিব ড. দেবাশিস বসু ত্রিপুরা হেলথ সার্ভিসের অধিকর্তা ডা. শুভাশিস দেববর্মা এবং অতিরিক্ত অধিকর্তা ডা. প্রদীপ কুমার দেববর্মা।
অনুষ্ঠানে রাজ্যের চিকিৎসা পরিষেবা প্রদানে অবদান রেখেছেন এমন ১২ জন বরিষ্ঠ চিকিৎসককে জাতীয় চিকিৎসক দিবস উদযাপন উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রশাসনিক বিভাগে কৃতিত্ব দেখিয়েছেন এমন চিকিৎসক ও নার্স সহ অন্যান্য কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপক প্রত্যেকের হাতে সম্মাননা স্বরূপ ট্রফি তুলে দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা অন্যান্য অতিথিগণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন