TBSE : এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারিদের সাথে মতবিনিময় করলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

TBSE : এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারিদের সাথে মতবিনিময় করলেন মুখ্যমন্ত্রী

Share This


 আগরতলা, ০৬ জুন : পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমেই জীবনে সফলতা অর্জন সম্ভব। রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীদের যাতে উচ্চশিক্ষার জন্য রাজ্যের বাইরে না যেতে হয় সেজন্য রাজ্যেই এখন উচ্চশিক্ষার বিভিন্ন পরিকাঠামো গড়ে উঠছে। মঙ্গলবার সচিবালয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারিদের সাথে ভার্চুয়ালি মতবিনিময়ের সময় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী কৃতি ছাত্রছাত্রী সহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, কৃতি ছাত্রছাত্রীদের মেধা রাজ্যের উন্নয়নে প্রয়োজন।


ছাত্রছাত্রীদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, কঠোর পরিশ্রমের কোন বিকল্প নেই। ছাত্রছাত্রী সহ তাদের পিতামাতা, শিক্ষক শিক্ষিকাদের পরিশ্রমের মিলিত ফসল হচ্ছে এই সাফল্য। ছাত্রছাত্রীদের এই ফলাফল তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি ভিত্তি তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামীদিনে দেশের ভবিষ্যৎ। শিক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, যাদের কাছে জ্ঞান রয়েছে তাদেরই ভবিষ্যতের পথ সুগম হয় এবং তাদের হাতেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, পড়াশুনার পাশাপাশি সমাজ ও দেশের জন্য কিছু করার মানসিকতাও ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে তুলতে হবে। তিনি ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার পাশাপাশি বিখ্যাত ব্যক্তিদের জীবনী জানার উপরও গুরুত্ব আরোপ করেন। ভবিষ্যতে এই কৃতি ছাত্রছাত্রীরা নিজের সহ রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবে এবং আগামীদিনে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে মুখ্যমন্ত্রী আশাব্যক্ত করেন।


মুখ্যমন্ত্রী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্যন পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থানাধিকারী রাজ্যের বিভিন্ন জেলার কৃতি ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করে তাদের সাফল্যের খোঁজখবর নেন। মতবিনিময়ের সময়ে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের এই সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা, পঠন-পাঠনের পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে অবহিত হন। মুখ্যমন্ত্রীর সাথে মতবিনিময় করতে পেরে কৃতি ছাত্রছাত্রীরা উচ্ছাস প্রকাশ করেন। উল্লেখ্য, এবছরের মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ ১০ টি স্থানে মোট ২৮ জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ ১০ টি স্থানে মোট ১৭ জন ছাত্রছাত্রী রয়েছে। আজ এই মতবিনিময় অনুষ্ঠানে প্রধান সচিব পুনীত আগরওয়াল, মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী, শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দিনী চন্দ্রন প্রমুখ উপস্থিত ছিলেন।




TBSE Results 2023 : মাধ্যমিকে পাশের হার ৮৬.০২ শতাংশ ও উচ্চমাধ্যমিকে ৮৩.২৪ %

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad