Accident : সাব্রুমের কলাছড়ায় স্করপিও - বাইকের মধ্যে সংঘর্ষে মৃত্যু ১, উত্তেজিত জনতার আগুনে পুড়লো গাড়ি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

IMG_20210801_114612

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

demo-image

Accident : সাব্রুমের কলাছড়ায় স্করপিও - বাইকের মধ্যে সংঘর্ষে মৃত্যু ১, উত্তেজিত জনতার আগুনে পুড়লো গাড়ি

Share This

 


সাব্রুম, ২৩ জুলাই : সাব্রুমের কলাছড়ায় দ্রুত গতিতে থাকা স্করপিও - বাইকের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু বাইক চালক যুবকের। মৃতের নাম অনুজিৎ ত্রিপুরা (২৩)। তার বাড়ি কলাছড়া গার্ধাং এলাকায়। ঘটনার পরেই উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় । ঢুকতে দেয়নি পুলিশ, সাংবাদিক এমনকি ইমারজেন্সি সার্ভিসের কর্মীদেরও।


ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের উপর এক বাইক চালক তার বাইক নিয়ে আগরতলার দিকে যাওয়ার পথে স্করপিও গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং গাড়ির চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনা স্থলে প্রাণ হারায় বাইক চালক অনুজিৎ ত্রিপুরার। বাইকের নাম্বার  TR08 E 9181, ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী খবর দেয় মনুবাজার থানা এবং ফায়ার স্টেশনে। এই মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। 


মারাত্মক এই দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এক সময় উত্তেজিত জনতা পুলিশ এবং অগ্নিনির্বাপক দপ্তরের গাড়িকে ঘটনাস্থলে পৌঁছে দেয় নি। পুলিশের সামনেই ক্ষিপ্ত জনতা হামলে পরে দুর্ঘটনা গ্রস্ত গাড়িটির উপর।  উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। 




Srimantpur ICP : শ্রীমন্তপুর সুসংহত স্থলবন্দর পরিদর্শন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages