Srimantpur ICP : শ্রীমন্তপুর সুসংহত স্থলবন্দর পরিদর্শন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Srimantpur ICP : শ্রীমন্তপুর সুসংহত স্থলবন্দর পরিদর্শন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Share This

 


সোনামুড়া, ২২ জুলাই : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শনিবার সোনামুড়া মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তে শ্রীমন্তপুর সুসংহত স্থলবন্দর ও বাংলাদেশ বর্ডার গেট পরিদর্শন করেন। পরিদর্শনকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্থলবন্দরের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি ও সীমান্তে কাঁটাতারের বেড়ার কাজ নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে মতবিনিময় করেন। তাছাড়াও সীমান্ত বাণিজ্য নিয়েও কেন্দ্রীয় অর্থমন্ত্রী শুল্ক দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমন্তপুর স্থলবন্দরে পৌঁছলে সীমান্ত নিরাপত্তা বাহিনীর পক্ষ থকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।




শ্রীমন্তপুর ইন্টিগ্রেটেড চেক পোস্ট (ICP)  সফর কালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্থানীয় মহিলা স্বনির্ভরগোষ্ঠীদের সাথে মিলিত হন।  তখন সোনামুড়া মহকুমার একটি স্বনির্ভর গোষ্ঠীর একজন মহিলা একতারা বাজিয়ে'সারে জাহান সে আচ্ছা' গানটি গেয়ে শুনান। এতে এক সময় কেন্দ্রীয় মন্ত্রী ঐ স্বসহায়ক মহিলার কাছ থেকে একতারাটি তুলে নেন, যা দেখে মুগ্ধ হন সবাই।





GST Bhavan : আগরতলায় জিএসটি ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad