Mud House Collapsed : গভীর রাতে ভেঙে পড়লো মাটির ঘর, মৃত্যু হলো মহিলার - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Mud House Collapsed : গভীর রাতে ভেঙে পড়লো মাটির ঘর, মৃত্যু হলো মহিলার

Share This


 কল্যানপুর, ৫ জুলাই : নিজ ঘরে মাটি চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনা মঙ্গলবার গভীর রাতে কল্যাণপুর ঘিলাতলি পুলিশ পাড়ায় । মৃতার নাম সাবিত্রী সরকারের (৫৮)। ভারী বৃষ্টিপাতের ফলে ঘটে ভেঙ্গে যায় বলে এলাকাবাসীর অভিমত। এই ঘটনায় বেশ কয়েকটি গৃহপালিত পশুরও মারা যায় বলে খবর।


এই দুর্ঘটনার সম্পর্কে মৃতার স্বামী মুরারি সরকার জানান, বাড়ির বহু পুরনো মাটির ঘরে অন্যান্য দিনের মতো  মঙ্গলবার রাতেও ঘুমিয়ে ছিলেন সাবিত্রী দেবী । পাশের দুটি ঘরেই ছিলেন তিনি এবং ছেলে। রাত প্রায় সাড়ে তিনটা নাগাদ ঘুমের মধ্যেই হঠাৎ বিকট শব্দ শুনতে পান । এতে ঘুম ভেঙ্গে গেলে বাইরে বেরিয়ে আসেন । কিন্তু কোথাও কিছু ঠাহর করতে পারেননি তিনি। শুধুমাত্র গৃহপালিত একটি ছাগলের গুঙানীর শব্দ শুনতে পেয়েছেন। এরপরই এদিক সেদিক তাকাতে থাকেন। এক সময় নজরে আসে তাঁর মাটির ঘরটি ভেঙে পড়েছে , যাতে ঘুমিয়ে ছিলেন তার স্ত্রী সাবিত্রী সরকার । তখনই তিনি চিৎকার করে ছেলেকে ডাকতে থাকেন । 


মুরারি বাবু জানান তাঁর চিৎকারের প্রায় ঘন্টাখানেক পর ছেলে আসে এবং ভেঙে পড়া ঘরে গিয়ে দেখে মাটি চাপা পড়ে আছেন সাবিত্রী দেবী । তখন তারা সেখান থেকে উদ্ধার করে ঘরে নিয়ে আসেন । পরে এলাকাবাসীর সহযোগিতায় নিয়ে যান কল্যানপুর  হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় একটি ছাগলসহ বেশ কয়েকটি গৃহপালিত পশুপাখির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।




Cabinet decision : নিয়োগ প্রক্রিয়ায় বাধ্যতামূলক হচ্ছে পিআরটিসি, চলতি মরসুমে ৩৫ হাজার মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad