Chandrayaan-3 on Moon : সফলভাবে চাঁদে নামলো চন্দ্রায়ান-৩, উচ্ছ্বসিত দেশ, ইসরোর প্রশংসায় পঞ্চমুখ মোদী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Chandrayaan-3 on Moon : সফলভাবে চাঁদে নামলো চন্দ্রায়ান-৩, উচ্ছ্বসিত দেশ, ইসরোর প্রশংসায় পঞ্চমুখ মোদী

Share This

 


আগরতলা, ২৩ আগস্ট : চন্দ্রায়নন-৩ সফলভাবে  চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করলো বুধবার ইসরোর নির্ধারিত সময়েই। এর‌ই সাথে ইতিহাস গড়ল ভারত। দেশের কাছে এ এক গৌরবের দিন। এখন সমগ্র বিশ্বে ভারতই প্রথম দেশ, যে কিনা  চাঁদের দক্ষিণ মেরুতে কোনও নভোযান পাঠাতে সক্ষম হলো। এই সাফল্যের পর দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীও।


জোহানেসবার্গ থেকে তখন ভার্চুয়াল মাধ্যমে চন্দ্রযান ৩-এর দিকে তাকিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়াল বার্তায় নরেন্দ্র মোদী বলেন, 'চোখের সামনে যখন এমন ইতিহাস রচনা হতে দেখতে পাই তখন আমার জীবন ধন্য হয়ে যায়। চিরন্তন হয়ে রইল এই মুহূর্ত। এই সন্ধ্যা অভূতপূর্ব। এই মুহূর্ত অবিস্মরণীয়। বিকশিত ভারতের শঙ্খধ্বনি। নয়া ভারতের জয়ধ্বনি বহন করল এই মুহূর্ত।' প্রধানমন্ত্রী এদিন ইসরোর বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি বলেন, 'পৃথিবীতে আমরা যে সংকল্প নিয়েছিলাম তা চাঁদে সফল করেছি। ভারতের মহাকাশে নয়া উড়ানের সাফল্যের মুহুর্তে অংশ নিতে পেরে আমিও গর্বিত।' 


চাঁদে চন্দ্রযান-৩ এর সফল অবতরণে রাজ্যপাল সতাদেও নারাইন আর্য সমস্ত দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল বলেন, “আজকের দিনটি ভারতের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। কেননা আজ ভারত চাঁদে তিরঙ্গা পতাকা প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, এই দিনটি শুধুমাত্র ভারত নয় গোটা বিশ্বের জন্যই এক আনন্দের দিন। এই দিনটির জন্য আমাদের বৈজ্ঞানিকগণ বহু বছর ধরে পরিশ্রম করে আসছেন। সেজন্য রাজ্যপাল ইসরোর বৈজ্ঞানিক ও সংশ্লিষ্ট আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন।'


চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩'র সফল অবতরণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ইসরোর বৈজ্ঞানিক ও কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, 'ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩ চাঁদের মাটি স্পর্শ করেছে। এই ঐতিহাসিক মুহুর্ত দেশ ও রাজ্যবাসীকে গর্বিত করেছে। আজ ভারতবাসীর কাছে আনন্দ ও গর্বের দিন। এই দিনটির জন্য ইসরোর বৈজ্ঞানিক ও কর্মীগণ কয়েক বছর ধরে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তাঁদের ঐকান্তিক প্রচেষ্টা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উৎসাহ দেশবাসীর কাছে আজ এই সাফল্যের দিনটি নিয়ে এসেছে।' মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর পক্ষ থেকেও ইসরোর বৈজ্ঞানিক ও কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।




Tribal Welfare : স্পেশাল সেন্ট্রাল আসিস্ট্যান্স টু ট্রাইবেল সাব স্কিমে ঠেলাগাড়ি বিতরণ করলেন জনজাতি কল্যাণমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad