Bye-Election : ২৮ আগস্ট থেকে ভোট কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Bye-Election : ২৮ আগস্ট থেকে ভোট কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু

Share This

 


সোনামুড়া, ২৪ আগস্ট : ২০ বক্সনগর ও ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণের কাজে নিযুক্ত ভোট কর্মীদের সোনামুড়া দ্বাদশশ্রেণী বালিকা বিদ্যালয়ে আগামী ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ প্রক্রিয়া প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে। সোনামুড়া মহকুমার রিটানিং অফিসারের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে।


এদিকে ২০- বক্সনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার বক্সনগর ও তার আশপাশ এলাকায় সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে ফ্ল্যাগ মার্চ করা হয়। ফ্ল্যাগ মার্চের সময় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার, জেলার পুলিশ সুপার বি জে রেড্ডি এবং সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীকুমার দেববর্মা। ফ্ল্যাগ মার্চের উদ্দেশ্য ব্যক্ত করতে গিয়ে জেলা শাসক জানান, ভোটারদের ভোটদানে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক শান্তি ও শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য ফ্ল্যাগ মার্চ করা হয়েছে। তিনি আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে ভোট প্রদানে সামিল হওয়ার জন্য এলাকার সকল অংশের ভোটারদের প্রতি আবেদন জানিয়েছেন। ফ্ল্যাগমার্চে বিশাল সংখ্যক পুলিশসহ কেন্দ্রীয় সামরিক বাহিনীর জওয়ানগণ অংশ নেন।




Chandrayaan-3 on Moon : সফলভাবে চাঁদে নামলো চন্দ্রায়ান-৩,  উচ্ছ্বসিত দেশ,  ইসরোর প্রশংসায় পঞ্চমুখ মোদী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad