Tribal Welfare : স্পেশাল সেন্ট্রাল আসিস্ট্যান্স টু ট্রাইবেল সাব স্কিমে ঠেলাগাড়ি বিতরণ করলেন জনজাতি কল্যাণমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tribal Welfare : স্পেশাল সেন্ট্রাল আসিস্ট্যান্স টু ট্রাইবেল সাব স্কিমে ঠেলাগাড়ি বিতরণ করলেন জনজাতি কল্যাণমন্ত্রী

Share This

 


আগরতলা, ২২ আগস্ট : জনজাতি অংশের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে জনজাতি কল্যাণ দপ্তর বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। রাজ্যের জনজাতি অংশের মানুষের কল্যাণ ও সার্বিক বিকাশে সরকার অগ্রাধিকার দিয়েছে। মঙ্গলবার গোর্খাবস্তিস্থিত জনজাতি কল্যাণ দপ্তরের প্রাঙ্গণে কেন্দ্রীয় সরকারের জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের স্পেশাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স টু ট্রাইবেল সাব স্কিমে ঠেলাগাড়ি বিতরণ অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা একথা বলেন। অনুষ্ঠানে আগরতলা পুর নিগম এলাকার ৬ জন জনজাতি বেকার যুবক-যুবতীর হাতে চলমান খাদ্য তৈরির ছোট ঠেলাগাড়ির চাবি তুলে দেওয়া হয়। প্রতিটি ঠেলাগাড়ির জন্য ২ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয় হয়েছে। এই চলমান ঠেলাগাড়িতে স্ব-উদ্যোগীরা জনজাতিদের চিরাচরিত খাদ্য ও অন্যান্য ফাস্ট ফুড তৈরি করে বিক্রি করতে পারবেন।


অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী আরও বলেন, সরকার চায় সকলের কর্মসংস্থান। এজন্য সরকারি চাকুরিই একমাত্র পথ হতে পারে না। স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে। এই লক্ষ্যে সরকার দক্ষতা উন্নয়নে গুরুত্ব আরোপ করেছে। রাজ্যের জনজাতি সম্প্রদায়ের বেকার যুবক-যুবতীদের বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাধীন ব্যবসা করার জন্য ত্রিপুরা জনজাতি উন্নয়ন নিগম লিমিটেড থেকে ঋণ দানের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা এস প্রভু।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা আনন্দহরি জমাতিয়া, যুগ্ম অধিকর্তা শাশ্বত সেন, যুগ্ম অধিকর্তা পরিমল মজুমদার, যুগ্ম অধিকর্তা ভি দারল প্রমুখ। উল্লেখ্য, এই প্রকল্পে আজ আগরতলা পুর নিগম এলাকার সুমন দেববর্মা, রেখা দেববর্মা, সুশান্ত দেববর্মা, মতিলাল দেববর্মা, খোকন দেববর্মা ও মন্টু দেববর্মা সহায়তা পেয়েছে। অনুষ্ঠান শেষে জনজাতি কল্যাণমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ সুবিধাভোগীদের হাতে ঠেলাগাড়িগুলির চাবি তুলে দেন।





https://brahamakundabartaa.blogspot.com/2023/08/accident.html

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad