Accident : বিশালগড় ও কমলনগরে পৃথক দুটি বাইক দুর্ঘটনায় আহত ৩ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

IMG_20210801_114612

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

demo-image

Accident : বিশালগড় ও কমলনগরে পৃথক দুটি বাইক দুর্ঘটনায় আহত ৩

Share This


 আগরতলা, ২১ আগস্ট : সোমবার পরপর দুটি যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হল তিন জন বাইক আরোহী। একটি দুর্ঘটনা ঘটে বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন এলাকায়। এতে গুরুতর ভাবে আহত হয় বিজয় দাস নামে এক যুবক। অপর দুর্ঘটনাটি ঘটে বক্সনগরের কমলনগর এলাকায়। এতে মারাত্মকভাবে আহত হন আরিফ হোসেন এবং মোশাররফ হোসেন নামে দুই যুবক। আহতদের বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে।


জানা গেছে  সোমবার সকাল দশটা নাগাদ বক্সনগরের কমলনগর এলাকায় বাইকের সঙ্গে বুলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মকভাবে জখম হন বাইকে থাকা দুই যুবক। পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ২ যুবক আরিফ হোসেন এবং মোশাররফ হোসেনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চিকিৎসকরা জিবি হাসপাতালে রেফার করে দেয়। 


এদিকে সোমবার বিকেল নাগাদ বিশালগড় ইংলিশ মিডিয়াম স্কুল সংলগ্ন সড়কে TR07F-9835 নাম্বারের বাইক নিয়ে আগরতলা দিকে যাচ্ছিল এক যুবক, ঠিক সেই সময় অপর দিক একটি বাস বাইকটিকে জোড়ে ধাক্কা মারে। বাইকে থাকা চালক বিজয় দাস ছিটকে পড়ে যায়, পরবর্তী সময়ে পথ চলতি লোকেরা দেখতে পেয়ে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। তারা দ্রুত ছুটে গিয়ে আহত বিজয় দাস কে উদ্ধার করে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার প্রাথমিক শুশ্রষা করে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিনের পৃথক দুটি দুর্ঘটনায় আহত তিনজনের চিকিৎসাই বর্তমানে জিবি হাসপাতালে চলছে।




Rakhal memorial football :১-০ গোলে রামকৃষ্ণকে পরাজিত করে চ্যাম্পিয়ান এগিয়েচলো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages