Rakhal memorial football :১-০ গোলে রামকৃষ্ণকে পরাজিত করে চ্যাম্পিয়ান এগিয়েচলো - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Rakhal memorial football :১-০ গোলে রামকৃষ্ণকে পরাজিত করে চ্যাম্পিয়ান এগিয়েচলো

Share This


 আগরতলা, ২০ আগস্ট : ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত রাখাল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে এগিয়েচলো সংঘ ১-০ গোলে রামকৃষ্ণ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ানের শিরোপা অর্জন করেছে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ান এগিয়েচলো সংঘকে ৪০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স রামকৃষ্ণ ক্লাবকে ৩০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ও রানার্স দলের হাতে পুরস্কারগুলি তুলে দেন।



পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাংবাদিকদের জানান, ফুটবল হল পরিশ্রম, দক্ষতা ও শৃঙ্খলাভিত্তিক খেলা। খুবই অল্প সময়ের মধ্যে ফুটবল খেলার মধ্যদিয়ে মানসিক ও শারীরিক প্রশান্তি পাওয়া যায়। মুখ্যমন্ত্রী চ্যাম্পিয়ান ও রানার্স দলকে অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী ফুটবলারদেরও উৎসাহিত করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার ও সচিব অমিত চৌধুরী।



Maharaja Bir Bikram : জন্মজয়ন্তীতে আগরতলার মহারাজা বীরবিক্রম চৌমুহনীতে শ্রদ্ধাঞ্জলি জানালেন মুখ্যমন্ত্রী 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad