Maharaja Bir Bikram : জন্মজয়ন্তীতে আগরতলার মহারাজা বীরবিক্রম চৌমুহনীতে শ্রদ্ধাঞ্জলি জানালেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Maharaja Bir Bikram : জন্মজয়ন্তীতে আগরতলার মহারাজা বীরবিক্রম চৌমুহনীতে শ্রদ্ধাঞ্জলি জানালেন মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ১৯ আগস্ট : যথাযোগ্য মর্যাদায় শনিবার মহারাজা বীরবিক্রমকিশোর মানিক্য বাহাদুর দেববর্মনের ১১৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এ উপলক্ষে এদিন সকালে আগরতলার মহারাজা বীরবিক্রম চৌমুহনীতে মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুর দেববর্মনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এরপর শ্রদ্ধাজ্ঞাপন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে এছাড়াও ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিস্বার ভট্টাচার্য প্রমুখ।


শ্রদ্ধাজ্ঞাপনের পর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, আধুনিক ত্রিপুরার রূপকার হিসেবে পরিচিত বীরবিক্রমবিশ্বের মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী দিনকে আগেই সরকারী ছুটি ঘোষনা করেছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জায়গায় আজ এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে। মহারাজা বীরবিক্রমকিশোর মানিক্য বাহাদুরে প্রতি সম্মান জানিয়ে কিছু দিন পূর্বে কামান চৌমুহনী সংলগ্ন এই এলাকাটিতে তাঁর আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। 


মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার ত্রিপুরার উন্নয়নে মহারাজাদের অবদানের প্রতি শ্রদ্ধাশীল। ত্রিপুরার রাজা মহারাজাদের হত সম্মান ফিরিয়ে দিয়েছে এই সরকার। তাঁদের অবদান জনগণের কাছে তুলে ধরার প্রচেষ্টা নেওয়া হয়েছে। এদিন অনুষ্ঠানে মহারাজা বীরবিক্রমকিশোর মানিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উপলক্ষে একটি কেক কাটা হয়।




Rubber Board : মুখ্যমন্ত্রীর সাথে রাবার বোর্ডের চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad