Dr Manik Saha : সরকারি ও দলীয় কর্মসূচিতে ধলাইয়ে মুখ্যমন্ত্রী, আমবাসায় রাজ্যের নবম মহিলা থানার উদ্বোধন করলেন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dr Manik Saha : সরকারি ও দলীয় কর্মসূচিতে ধলাইয়ে মুখ্যমন্ত্রী, আমবাসায় রাজ্যের নবম মহিলা থানার উদ্বোধন করলেন

Share This

 


আগরতলা, ২ আগস্ট : মহিলাদের সামাজিক ক্ষমতায়নে ন্যায়বিচারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার মহিলাদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দিয়েছে। মহিলাদের সমস্যার গুরুত্ব অনুধাবন করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে মহিলাদের আত্মবিশ্বাসী করে তোলা হচ্ছে। মহিলাদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় ও তাঁদের আত্মবিশ্বাসী করে তুলতে মহিলা থানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আজ আমবাসা মহিলা থানার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এই কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রাই, ডিআইজি নদার্ন ও সাউদার্ন রেঞ্জ মনচাক ইপার।


অনুষ্ঠানে আমবাসা মহিলা থানায় কর্মরত কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, মহিলারা তাদের অনেক সমস্যা সঠিকভাবে একজন পুরুষের কাছে প্রকাশ করতে পারেন না। একজন মহিলাই আর একজন মহিলাকে তার সমস্যার কথা বলতে পারেন। তাই মহিলা থানা গঠনে সরকার উদ্যোগ নিয়েছে, যাতে করে মহিলারা তাদের সমস্যা ও অভিযোগ সহজে বিনা দ্বিধায় বলতে পারেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, আমবাসা মহিলা থানা রাজ্যের নবম মহিলা থানা। এখন সব জেলা সদরেই মহিলা থানা স্থাপিত হয়ে গেছে। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, থানায় যারা আসবেন তাদের সমস্যা মনযোগ দিয়ে শুনতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে। তবেই মহিলাদের সামাজিকভাবে শক্তিশালী করে তোলা যাবে। নারী নির্যাতনে অভিযুক্ত আসামীরা যেন আইন অনুযায়ী সাজা পান সে ব্যাপারে থানায় কর্মরতদের নজর রাখতে হবে।


মুখ্যমন্ত্রী এরপর কমলপুরে নবনির্মিত মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ও ৫০ শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতালের দ্বারোদঘাটন করেন। ইসিআরপি (ইমারজেন্সি কোভিড রেসপন্স প্ল্যান) স্কিমে এই হাসপাতালটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৪১ লক্ষ ৮৭ হাজার টাকা। একই সঙ্গে এই বিল্ডিংয়ে থাকবে কোয়ারেন্টাইন সেন্টার, মহকুমা স্বাস্থ্য আধিকারিকের প্রশাসনিক কক্ষ, কনফারেন্স হল, ডাইনিং হল, আশা কর্মীদের কক্ষ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না দাস পাল, বিধায়ক মনোজ কান্তি দেব, ধলাই জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, দুর্গা চৌমুহনী ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা দাস, মহকুমা শাসক এল দারলং, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডা. রাজা জমাতিয়া। মুখ্যমন্ত্রী এরপর নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।


একই সাথে মুখ্যমন্ত্রী এদিন ধলাই জেলার সালেমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবন, স্মার্ট ক্লাশরুম এবং মিড-ডে-মিল ডাইনিং হলের দ্বারোদ্ঘাটন করেন। পাশাপাশি তিনি ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময়ে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকারের ক্ষেত্র। এই কাজের অগ্ৰগতিতেই অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এই বিদ্যালয়ে। এর ফলে দারুণভাবে লাভবান হবে এই অঞ্চলের শিক্ষার্থীরা।




এদিন ধলাই জেলা সফরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আমবাসা সার্কিট হাউসে জনজাতি সমাজপতিদের সাথে বৈঠক করেন এবং জনজাতি কল্যাণে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন। এখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকনির্দেশনায়, রাজ্যের জনজাতিদের কল্যাণে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে বর্তমান রাজ্য সরকার। পরে মুখ্যমন্ত্রী "আমার বুথ, শক্তিশালী বুথ"- এই বার্তা নিয়ে বিজেপির কমলপুর মন্ডলের কার্যকর্তা এবং পদাধিকারীদের এক সভায় বক্তব্য রাখেন। এতে তিনি সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য দলের কার্যকর্তাগনকে সেবার সংকল্প নিয়ে বুথস্তরে কাজ করার পরামর্শ দেন।




Nursing College : আইজিএম হাসপাতালের  জি-প্লাস-৮ বিল্ডিং-এ আগরতলা সরকারি নার্সিং কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad