Bye Election : ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রস্তুতি সভা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Bye Election : ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রস্তুতি সভা

Share This

 


সোনামুড়া, ০৩ আগস্ট : সোনামুড়া মহকুমার ২০- বক্সনগর ও ২৩-ধনপুর বিধানসভা ক্ষেত্রের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সোনামুড়া নতুন টাউনহলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগরওয়াল। সভায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, জেলার অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত দে, সোনামুড়া মহকুমার মহকুমা শাসক মানিক লাল দাস, জেলা ও মহকুমা স্তরের আরক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকগণ, ২০-বক্সনগর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের এআরও, ২৩-ধনপুর নির্বাচনী ক্ষেত্রের এআরও, নোডাল অফিসার, সেক্টর অফিসার এবং বিএলওগণ। 


এদিনের সভায় মুখ্যনির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল ২০-বক্সনগর ও ২৩-ধনপুর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের আসন উপনির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় মুখ্য নির্বাচনী আধিকারিক এই দুটি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ কেন্দ্রগুলির বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কেও খোঁজ খবর নেন।




Dr Manik Saha : সরকারি ও দলীয় কর্মসূচিতে ধলাইয়ে মুখ্যমন্ত্রী,  আমবাসায় রাজ্যের নবম মহিলা থানার উদ্বোধন করলেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad