Mega Palm Oil Plantation : বেলবাড়ি ব্লকের শান্তিনগর ভিলেজে মেগা পাম অয়েল প্ল্যান্টেশন কর্মসূচির উদ্বোধনে কৃষিমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Mega Palm Oil Plantation : বেলবাড়ি ব্লকের শান্তিনগর ভিলেজে মেগা পাম অয়েল প্ল্যান্টেশন কর্মসূচির উদ্বোধনে কৃষিমন্ত্রী

Share This

 


জিরানীয়া, ০৪ আগস্ট : রাজ্যে পাম অয়েলের ব্যাপক চাহিদা রয়েছে। তাই পাম অয়েলকে ভিত্তি করে দেশের ও রাজ্যের মানুষকে আত্মনির্ভর করার জন্য পাম অয়েল প্ল্যান্টেশন করা হচ্ছে। শুক্রবার জিরানীয়া মহকুমার বেলবাড়ি ব্লকে শান্তিনগর ভিলেজে এক মেগা পাম অয়েল প্ল্যান্টেশন কর্মসূচির উদ্বোধন করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী প্রথমে পাম গাছের চারায় জল সিঞ্চন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ উল্লেখ্য, উদ্যানপালন ও ভূমি সংরক্ষণ দপ্তরের উদ্যোগে এবং পতঞ্জলী ফুড লিমিটেডের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আরও বলেন, বাণিজ্যিকভাবে পাম গাছের চাষ করলে কৃষকরা লাভবান হবেন। রাজ্যের সব অংশের মানুষের কল্যাণে সরকার আন্তরিভাবে কাজ করছে। গ্রাম ও শহরের সার্বিক বিকাশ সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। উদ্বোধনী অনুষ্ঠানের পর কৃষিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, রাজ্যের পাহাড়ী এলাকায় এখনো অনেক জমি খালি পড়ে রয়েছে। এই জমিগুলিকে কাজে লাগিয়ে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। এজন্য অর্থকরী ফসল উৎপাদনের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, একটি পাম গাছ পূর্ণতা পেতে চার বছর সময় লাগে। এই চার বছর সুবিধাভোগীকে প্রতি হেক্টরে এক লক্ষ টাকা ভর্তুকি দেওয়া হবে। এই এলাকার এম টেক পাশ করা শিক্ষিত যুবক রোসেন দেববর্মা তার তিন হেক্টর জমিতে পাম গাছের বাগান করেছেন। এটা একটা দৃষ্টান্ত।


অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিধায়ক বিশ্বজিৎ কলই বলেন, রাজ্যে পাম অয়েল প্ল্যান্টেশনের কর্মসূচি একটি সময় উপযোগী পদক্ষেপ। গ্রামীণ এলাকার জমিগুলিকে পাম চাষের আওতায় আনলে জনজাতি অংশের মানুষ অর্থনৈতিকভাবে উপকৃত হবেন। অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় বলেন, সারা ভারতে ২৫ জুলাই থেকে মেগা পাম অয়েল প্ল্যান্টেশন কর্মসূচি শুরু হয়েছে। আগামীকাল এই কর্মসূচি সমাপ্ত হবে। তারই অঙ্গ হিসেবে আজ শান্তিনগর ভিলেজে মেগা পাম অয়েল প্ল্যান্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পতঞ্জলী ফুড লিমিটেডের পক্ষে ড. সুভাষ ভট্টাচার্য ও এমডিসি গনেশ দেববর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদ্যানপালন ও মৃত্তিকা সংরক্ষণ দপ্তরের অধিকর্তা ড. ফনিভূষণ জমাতিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, বেলবাড়ি বিএসি'র চেয়ারম্যান রোকেন দেববর্মা, সমাজসেবী রবীন্দ্র দেববর্মা প্রমুখ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন জিরানীয়া কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সুব্রত দাস। অনুষ্ঠান শেষে অতিথিগণ পাম গাছ রোপন করেন।




Bye Election : ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রস্তুতি সভা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad