আগরতলা, ০৫ আগস্ট : ভারতীয় বিমান বাহিনী অগ্নিপথ প্রকল্পের অন্তর্গত অগ্নিবীরবায়ু ইনটেক ১/২০২৪ পদে অবিবাহিত ভারতীয় পুরুষ এবং মহিলাদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে। আবেদন করার সুযোগ রয়েছে ত্রিপুরার উৎসাহী প্রার্থীদেরও। ২৭ জুলাই, ২০২৩ সকাল ১০টা থেকে অনলাইনে রেজিস্ট্রেশন পর্ব শুরু হয়েছে এবং তা চলবে ১৭ আগস্ট, ২০২৩ রাত ১১টা পর্যন্ত। ১৩ অক্টোবর, ২০২৩ থেকে অনলাইন পরীক্ষার পর্ব শুরু হবে। agnipathvayu এর নির্দিষ্ট ওয়েব পোর্টালে রেজিস্ট্রেশন করা যাবে। ২০০৩ সালের ২৭ জুন থেকে ২০০৬ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত (দুটো তারিখ সহ) যারা জন্মগ্রহণ করেছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ১) বিজ্ঞান বিভাগ - কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা পর্যদ থেকে ইন্টারমিডিয়েট (১০+2 ) সমতুল পরীক্ষায় অঙ্ক, পদার্থবিদ্যা এবং ইংরেজি নিয়ে সবমিলিয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ অথবা কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের স্বীকৃতিপ্রাপ্ত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সবমিলিয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ (মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিকস / অটোমোবাইল / কম্পিউটার সায়েন্স / ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি / ইনফরমেশন টেকনোলজি) ছেলেমেয়েরা (অথবা ডিপ্লোমা কোর্সে ইংরেজি বিষয় হিসেবে না থাকলে ইন্টারমিডিয়েট / ম্যাট্রিকুলেশন) অথবা কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা পর্ষদ থেকে সবমিলিয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর নিয়ে পদার্থবিদ্যা এবং অঙ্কের মতো বিষয়। নিয়ে ২ বছরের ভোকেশনাল কোর্সে উত্তীর্ণ ছেলেমেয়েরা (অথবা ভোকেশনাল কোর্সে ইংরেজি বিষয় হিসেবে না থাকলে ইন্টারমিডিয়েট / মাট্রিকুলেশন)।
২) বিজ্ঞান বিষয় ছাড়া - কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা পর্ষদ থেকে সবমিলিয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর নিয়ে ইন্টারমিডিয়েট (১০+২) সমতুল্য পরীক্ষায় যে কোনও বিভাগে / বিষয়ে উত্তীর্ণ অথবা কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা পর্ষদ থেকে সবমিলিয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর এবং ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর নিয়ে ২ বছরের ভোকেশনাল কোর্সে উত্তীর্ণ (অথবা ভোকেশনাল কোর্সে ইংরেজি বিষয় হিসেবে না থাকলে ইন্টারমিডিয়েট / ম্যাট্রিকুলেশন)।রেজিস্ট্রেশন এবং পরীক্ষার ফি ২৫০ টাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন