Dam Safety 2023 : রাজস্থানের জয়পুরে আন্তর্জাতিক বাঁধ সুরক্ষা সম্মেলনে যোগ দিলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dam Safety 2023 : রাজস্থানের জয়পুরে আন্তর্জাতিক বাঁধ সুরক্ষা সম্মেলনে যোগ দিলেন মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ১৪ এপ্রিল : রাজস্থানের জয়পুরে আয়োজিত আন্তর্জাতিক বাঁধ সুরক্ষা সম্মেলনে যোগ দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার এই আন্তর্জাতিক সম্মেলনের সূচনা করেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। সম্মেলনের প্রাক মুহূর্তে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সহ অন্যান্য বিশিষ্টজনদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০২১ সালে দেশে প্রথমবারের মতো পাস হয় জাতীয় বাঁধ সুরক্ষা আইন। এরই ফলশ্রুতিতে বাঁধের সুরক্ষা সুনিশ্চিত করতে রাষ্ট্রীয় বাঁধ সুরক্ষা প্রাধিকরন(NDSA) গঠন করা হয়।


এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, বিভিন্ন রাজ্যের মন্ত্রীগণ সহ জলশক্তি মন্ত্রকের পদস্থ আধিকারিকগণ। দুদিন ধরে চলবে আন্তর্জাতিক বাঁধ সুরক্ষা সম্মেলন। সম্মেলনে প্ল্যানারি সেশন, টেকনিক্যাল সেশনে বাঁধ সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এতে মতবিনিময়ে অংশ নেবেন আমেরিকা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের প্রতিনিধিগণ। এছাড়া সম্মেলনে যোগ দিয়েছেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিগণও। এর পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য থেকেও প্রতিনিধি এই সম্মেলনে অংশ গ্রহণ করেছেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad