ঢাকা, ০৩ সেপ্টেম্বর : বাংলাদেশে গত দু-দিনে ৩৭ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে এবছর সেদেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৩৪। গতকাল শনিবার একদিনে সবচেয়ে বেশি ২১ জনের মৃত্যু হয়। সারা বিশ্বে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর নিরিখে বাংলাদেশ এখন দ্বিতীয় স্থানে। প্রথমে রয়েছে ব্রাজিল। কিন্তু মৃত্যুর হারে বাংলাদেশ শীর্ষে।
সেদেশের স্বাস্থ্য মন্ত্রকের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন হাসপাতালে মোট ৮ হাজার ৮৪৫ জন ডেঙ্গু আক্রান্তের চিকিত্সা চলছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০০০ সালে শুধু ঢাকা শহরেই এই পতঙ্গবাহিত রোগের প্রাদুর্ভাব হয়েছিল। কিন্তু এবার এই রোগের ধরণ পরিবর্তন হয়ে যাওয়ায় সারা দেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে।
TBSE : মাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষায় পাশের হার ৬১ শতাংশ, উচ্চমাধ্যমিকে ৮২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন