Tripura Legislative Assembly : ১২ সেপ্টেম্বর বিধানসভার সদস্য হিসাবে শপথ নেবেন তফাজ্জল-বিন্দু - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Legislative Assembly : ১২ সেপ্টেম্বর বিধানসভার সদস্য হিসাবে শপথ নেবেন তফাজ্জল-বিন্দু

Share This

 


আগরতলা, ১০ সেপ্টেম্বর : আগামী ১২ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৩ ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্যগণ শপথ গ্রহণ করবেন। এদিন দুপুর ১২টায় ২০-বক্সনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে  নবনির্বাচিত সদস্য তফাজ্জল হোসেইন এবং ২৩-ধনপুর বিধানসভা নির্বাচনী কেন্দ্র থেকে নবনির্বাচিত সদস্য বিন্দু দেবনাথ বিধানসভার লবিতে শপথ গ্রহণ করবেন। ত্রিপুরা বিধানসভা সচিবালয়ের অতিরিক্ত সচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন।


উল্লেখ্য গত ৫ই সেপ্টেম্বর বিধানসভার দুটি আসনের উপনির্বাচনে  ২০-বক্সনগর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেইন তাঁর নিকটতম প্রার্থী সিপিআই(এম)'র মিজান হোসেইনকে পরাজিত করেন। বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেইন ভোট পান ৩৪ হাজার ১৪৬টি। সিপিআই(এম) প্রার্থী মিজান হোসেইন পান ৩ হাজার ৯০৯টি ভোট। তাছাড়া এই কেন্দ্রে নির্দল প্রার্থী মো: সেলিম ১৮১টি ও নির্দল প্রার্থী রতন হোসেইন পান ১৪৪টি ভোট। অপরদিকে ২৩-ধনপুর বিধানসভা নির্বাচনী কেন্দ্রে বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ তাঁর নিকটতম সিপিএম প্রাণী কৌশিক চন্দকে পরাজিত করেন। বিজেপি প্রার্থী বিন্দু দেবনাথ পান ৩০ হাজার ১৭টি ভোট। সিপিআই(এম) প্রার্থী কৌশিক চন্দ পান ১১ হাজার ১৪৬টি ভোট। এই কেন্দ্রে নির্দল প্রার্থী অনিল রিয়াং ৫৪৪টি ভোট ও নির্দল প্রার্থী বাপী দেবনাথ পেয়েছেন ৪২৬টি ভোট। 


বিধানসভার এই উপনির্বাচনে দুটি আসন শাসকদলের অনুকূলে চলে যাওয়ায় বিজেপি জোটের বিধানসভায় আসন সংখ্যা দাঁড়ায় চৌত্রিশে। অপরদিকে সিপিআইএম দলের আসন সংখ্যা ১১ থেকে নেমে দাঁড়ায়  দশে।



G-20 India Summit : নতুন দিল্লীর ভারত মন্ডপমে আজ জি ২০ শিখর সম্মেলনের সূচনা, আফ্রিকী ইউনিয়নের প্রধান আজিল আসৌমানিক হলেন স্থায়ী সদস্য


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad