Tripura Legislative Assembly : উপনির্বাচনে জয়ী তফাজ্জল হোসেন ও বিন্দু দেবনাথ করলেন বিধায়ক পদে শপথ গ্রহণ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Legislative Assembly : উপনির্বাচনে জয়ী তফাজ্জল হোসেন ও বিন্দু দেবনাথ করলেন বিধায়ক পদে শপথ গ্রহণ

Share This

 


আগরতলা, ১২ সেপ্টেম্বর : রাজ্যের দুটি বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী তফাজ্জল হোসেন ও বিন্দু দেবনাথ মঙ্গলবার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বিধানসভার লবিতে উপনির্বাচনে জয়ী দুই জনকে শপথবাক্য পাঠ করান। প্রথমে শপথ গ্রহণ করেন ২০-বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে নবনির্বাচিত বিধায়ক তফাজ্জল হোসেন। এরপর শপথ নেন ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্ৰ থেকে জয়ী বিধায়ক বিন্দু দেবনাথ। উভয়েই বাংলায় শপথবাক্য পাঠ করেন। 


শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ মন্ত্রিসভার সদস্যগণ, অন্যান্য বিধায়কগণ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্যসচিব জে কে সিনহা এবং রাজ্য প্রশাসনের অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।


শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নবনির্বাচিত বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেন বলেন, এলাকার সকল অংশের মানুষ ভোট দিয়ে যেভাবে তাঁকে নির্বাচিত করেছেন, তার জন্য তিনি এলাকাবাসীর প্রতিকৃতজ্ঞ। এলাকার সার্বিক উন্নয়নের প্রতি তাঁর অগ্রাধিকার থাকবে। রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা, স্বাস্থ্য, সকল ক্ষেত্রেই যাতে এলাকার বিকাশ সাধিত হয় সেদিকে তিনি কাজ  করবেন।


অপরদিকে ২৩ ধনপুর বিধানসভা আসন থেকে নবনির্বাচিত বিধায়ক বিন্দু দেবনাথ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, ২০১৮ সালের আগে এলাকায় তেমন কোন উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা সকল ক্ষেত্রেই কিভাবে আরো উন্নয়ন ঘটানো যায় সেদিকে তিনি লক্ষ্য রাখবেন।  সাবকা সাথ, কা বিকাশ, সাবকা বিশ্বাস, এই মন্ত্রকে পাথেয় করেই তিনি আগামীদিনে কাজ করে যাবেন বলে জানান।




Lakshya Scholarship : ইউপিএসসি'র প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজ্যের ৩ জন পরীক্ষার্থীর হাতে স্কলারশিপ তুলে দিলেন মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad