Women Reservation Bill : লোকসভায় পাস হবার পর রাজ্য সভায় উঠলো "নারীশক্তি বন্দন অধিনিয়ম" - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Women Reservation Bill : লোকসভায় পাস হবার পর রাজ্য সভায় উঠলো "নারীশক্তি বন্দন অধিনিয়ম"

Share This


 নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর : লোকসভায় বুধবার সংবিধান (১২৮-তম সংশোধনী) বিল, ২০২৩ অর্থাৎ মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ অধিনিয়ম পাশ হওয়ার পর বৃহস্পতিবার রাজ্যসভায় এই দিনটি উত্থাপন করেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের সংস্থান রয়েছে এই বিলে। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, এই সূত্রে সংবিধানের ১২৮-তম সংশোধনী বিলটি সংসদের উচ্চকক্ষে পেশ করেন। বিলটির নতুন নামকরণ হয়েছে - "নারীশক্তি বন্দন অধিনিয়ম" । 

 

শ্রী মেঘওয়াল বলেন, দেশে মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে এই বিল সহায়ক হবে। অমৃতকালে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে এটিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন তিনি। উজ্জ্বলা যোজনা, মুদ্রা যোজনার মতো মহিলাদের জন্য কল্যাণমূলক আরো বেশ কিছু প্রকল্পের কথা তুলে ধরে শ্রী মেঘওয়াল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুয়সী প্রশংসা করেন।


উল্লেখ্য,  গতকাল লোকসভায় পাশ হয় মহিলা সংরক্ষণ বিল। বিলটির পক্ষে ভোট দেন ৪৫৪ জন সাংসদ, বিপক্ষে ভোট দেন ২ জন সাংসদ। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী লোকসভায় সংবিধান (১২৮-তম সংশোধনী) বিল, ২০২৩ পাশ হওয়াকে স্বাগত জানিয়েছেন। এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, 

“লোকসভায় সংবিধান (১২৮-তম সংশোধনী) বিল ২০২৩ এই ধরনের অভূতপূর্ব সমর্থন পেয়ে পাশ হওয়ায় আনন্দিত। আমি এই বিলের সমর্থনে ভোট দেওয়া সমস্ত দলের সাংসদদের ধন্যবাদ জানাই।   নারীশক্তি বন্দন অধিনিয়ম একটি ঐতিহাসিক আইন, যা নারীর ক্ষমতায়নকে আরও বাড়িয়ে তুলবে এবং আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় মহিলাদের আরও বেশি অংশগ্রহণে সাহায্য করবে।” 


এদিকে আজ উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভার ভাইস চেয়ারপার্সনদের মহিলা প্যানেল গঠন করেন। আরও একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় ১৩ জন মহিলা রাজ্যসভা সদস্যের সমন্বয়ে ভাইস-চেয়ারপার্সনদের প্যানেল পুনর্গঠন করেন। যা নারী ক্ষমতায়নের পক্ষে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।



Mukhyamantri Samipeshu : মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতে প্রত্যেকেই পেলেন সহায়তার আশ্বাস 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad