আগরতলা, ১৭ নভেম্বর : ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য (সিইএম) পূর্ণচন্দ্র জমাতিয়ার নেতৃত্বে জেলা পরিষদের এক প্রতিনিধি দল আজ রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। জেলা পরিষদের প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন কার্যনির্বাহী সদস্য অনন্ত দেববর্মা, কমল কলই, রবীন্দ্র দেববর্মা, সোহেল দেববর্মা, রুনিয়েল দেববর্মা প্রমুখ। সাক্ষাতকারের সময় প্রতিনিধি দলটি জেলা পরিষদের বিভিন্ন কর্মসূচির কথা রাজ্যপালের কাছে তুলে ধরেন। তাছাড়াও প্রতিনিধি দলটি জেলা পরিষদের বিভিন্ন সমস্যার কথাও রাজ্যপালকে জানান।
এদিকে আজ সন্ধ্যায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লুর সঙ্গে ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশন ও পুলিশ একাউন্টিবিলিটি কমিশনের চেয়ারপার্সন বিচারপতি এস সি দাস সৌজন্য সাক্ষাৎ করেন। চেয়ারপার্সনের সঙ্গে ছিলেন ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের সচিব রতন বিশ্বাস ও কমিশনের অন্যান্য সদস্যগণ। সাক্ষাতকারের সময় চেয়ারপার্সন বিচারপতি এস সি দাস এই দুটি কমিশনের বিভিন্ন কর্মসূচি রাজ্যপাল শ্রী নাল্লুর কাছে তুলে ধরেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।
GBP Hospital Agartala : হঠাৎ জিবিপি হাসপাতাল পরিদর্শনে রাজ্যপাল, ঘুরে দেখলেন প্রতিটি বিভাগ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন