Message on Diwali : দীপাবলি উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Message on Diwali : দীপাবলি উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

Share This


আগরতলা, ১১ নভেম্বর :
আলোর উৎসব দীপাবলি উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, 'আলোর উৎসব দীপাবলি আমাদের চিরন্তন ঐতিহ্যের প্রতীক। দীপাবলির আলোকশিখা জীবনের সমস্ত গ্লানিকে দূর করে আলোকিত করে তুলুক এটাই আমাদের প্রার্থনা। আলোকের ঝর্না ধারায় উদ্ভাসিত হোক আমাদের আগামী দিনগুলি। আত্মনির্ভরতায় ও উন্নয়নের জয়যাত্রায় আলোর পথে আমরা এগিয়ে যেতে চাই। মাতা ত্রিপুরাসুন্দরী মায়ের আশীর্বাদে আমরা সকলে যাতে সুস্থ ও সুন্দরভাবে একসাথে মিলেমিশে থাকতে পারি, দীপাবলি উৎসবে আমি সেই প্রার্থনাই জানাচ্ছি।'


এদিকে গতকালকেই দীপাবলি উপলক্ষ্যে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ত্রিপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল বলেন, ‘দীপাবলি হচ্ছে আলোর উৎসব। অন্ধকার দূরীভূত করে আলোর বার্তা নিয়ে আসে এই দীপাবলি উৎসব। এই উৎসব অশুভ শক্তি ও অজ্ঞানতার বিরুদ্ধে শুভশক্তি ও জ্ঞানের বিজয়ের প্রতীক। এই উৎসব আমাদের হৃদয়ে জ্ঞান, সহানুভূতি ও আশার আলো নিয়ে আসবে। এই উৎসব যেন নাগরিকদের জীবনে আনন্দ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসে এবং ঐক্য, শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেয়'। শুভেচ্ছা বার্তায় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নিরাপদ ও পরিবেশবান্ধব পদ্ধতিতে দীপাবলি উৎসব উদযাপন করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।





National Ayurvedic Diwas : রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাতীয় আয়ুর্বেদ দিবসের রাজাভিত্তিক অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad