Yoga Competition : আমবাসায় রাজ্যভিত্তিক অনুর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বালক বালিকাদের যোগা প্রতিযোগিতার উদ্বোধন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Yoga Competition : আমবাসায় রাজ্যভিত্তিক অনুর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বালক বালিকাদের যোগা প্রতিযোগিতার উদ্বোধন

Share This

 


আমবাসা, ০৯ নভেম্বর : বৃহস্পতিবার আমবাসায় রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বালক বালিকাদের যোগা প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। আমবাসা টাউনহলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ধলাই জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার। প্রতিযোগিতায় রাজ্যের ৮টি জেলা থেকে প্রায় ২৫০ জন বালক বালিকা অংশ নিয়েছেন।


 প্রতিযোগিতার উদ্বোধন করে জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি শ্রীসরকার বলেন, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমবাসা পুরপরিষদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন গোপাল সুর, জিলা পরিষদের ক্রীড়া বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মৃদুল দত্ত, ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ পাল প্রমুখ। উপস্থিত ছিলেন। আমবাসা মহকুমার মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহঅধিকর্তা বিভা বসু গোস্বামী।




Review meeting : স্পেশাল অ্যাসিস্টেন্স ক্যাপিটেল স্কিমের অন্তর্গত প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠকে অর্থমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad