আগরতলা, ২৩ ডিসেম্বর : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু শনিবার বিকেলে আখাউড়া চেকপোস্ট পরিদর্শন করেন। আখাউড়া চেকপোস্টে রাজ্যপালকে স্বাগত জানান বিএসএফ'র ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি রাম কৃপাল সিং। আখাউড়া চেকপোস্ট পরিদর্শনের সময় রাজ্যপালের সাথে ছিলেন রাজ্যপাল পত্নি এন রেনুকা ও অন্যান্য নিকট আত্মীয়গণ।
রাজ্যপাল সহ তাঁর নিকট আত্মীয়গণ আখাউড়া চেকপোস্টে বিটিং রিট্রিট অনুষ্ঠান উপভোগ করেন। চেকপোস্ট পরিদর্শনের সময় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বাংলাদেশের বিজিবি আধিকারিকদের হাতে মিষ্টিও তুলে দেন।
JRBT Offer Distribution : শিল্প ও বাণিজ্য দপ্তরে অফার পেলেন ৩২ জন জেআরবিটি উত্তীর্ণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন