Dr Manik Saha : জাপানে নিযুক্তিপ্রাপ্ত রাজ্যের ৩ জন নার্সকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dr Manik Saha : জাপানে নিযুক্তিপ্রাপ্ত রাজ্যের ৩ জন নার্সকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Share This


আগরতলা, ২৭ ডিসেম্বর :
রাজ্য সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের মাধ্যমে নার্সিং-এ সফল প্রশিক্ষণের পর রাজ্যের তিনজন যুবক-যুবতী জাপানে নার্সিং-এ কাজ করার নিযুক্তি পেয়েছেন। কর্মস্থলে যোগ দেওয়ার আগে তারা বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে 'মুখ্যমন্ত্রী সমীপেষু' কর্মসূচিতে এসে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী তাদের এই সফলতার জন্য প্রত্যেককে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। এই সৌজন্যমূলক সাক্ষাতের সময় স্কিল ডেভেলপমেন্ট দপ্তরের অধিকর্তা সঞ্জয় চক্রবর্তীও উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য, ত্রিপুরা মেডিক্যাল কলেজ থেকে বি এস সি নার্সিং কোর্সে পাশ করার পর ধলেশ্বরের দীপ্তনু সরকার, কোনাবনের তানিয়া দাস এবং ধলাই জেলার রিশমা শীল দক্ষতা উন্নয়ন দপ্তরের মাধ্যমে দিল্লিতে নয় মাসের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণের পর তারা জাপানের কিয়োটো শহরের একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করার নিযুক্তি পান। আগামী জানুয়ারি মাসে তারা সবাই কর্মস্থলে যোগ দেবেন।


এদিকে  মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার সঙ্গে এদিন সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন রাজ্যে নবনিযুক্ত তরুণ আইএএস আধিকারিকরা । এক‌ই সাথে টিসিএস / টিপিএস থেকে আইএএস এবং আইপিএস- এ প্রমোশন প্রাপ্ত রাজ্য প্রশাসনের আধিকারিকরাও  মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সৌহার্দ্য বিনিময় করেন। সরকারের কাজকর্মকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে অধিক সহযোগিতা কামনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী।







Poush Sankranti Mela : ১৪ জানুয়ারি চাকমাঘাট ব্যারেজে পৌষ সংক্রান্তি মেলা, গঠিত হল মেলা পরিচালন কমিটি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad