আগরতলা, ২৯ ডিসেম্বর : অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা থেকে পুণ্যার্থীদের অংশ গ্রহণের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। শুক্রবারই এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে চিঠি পাঠান তিনি। এই চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, আগামী ২২ জানুয়ারি, ২০২৪ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অযোধ্যায় বহু প্রতিক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হবে। যা লক্ষ লক্ষ ভারতীয়র জন্য সাংস্কৃতিক এবং ধর্মীয় ক্ষেত্রে অপরিসীম তাৎপর্য বহন করে৷ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ উপলক্ষ্য যা জাতির ঐক্য, সম্প্রীতি এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।
চিঠিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে মুখ্যমন্ত্রী লিখেন, রামমন্দির উদ্বোধনের ঐতিহাসিক অনুষ্ঠানের তাৎপর্য অনুধাবন করে আগরতলা থেকে পুণ্যার্থীদের একটি বড় অংশ সেখানে উপস্থিত থেকে ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে খুবই আগ্রহী। তিনি উল্লেখ করেন ত্রিপুরা থেকে প্রায় ২ হাজার পুণ্যার্থী এই শুভ অনুষ্ঠানে তীর্থযাত্রী হিসেবে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। তাঁরা আগামী ২০ জানুয়ারি, ২০২৪ তারিখে আগরতলা থেকে অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং ২৩ জানুয়ারি, ২০২৪ তারিখে ফিরে আসবে।
মুখ্যমন্ত্রী চিঠিতে আরও লিখেন, বিশেষ ট্রেন নিয়ে উত্থাপিত বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সদর্থক পদক্ষেপ শুধুমাত্র ত্রিপুরার জনগণের মধ্যে সদিচ্ছার ভাব জেগে উঠবে না, এর পাশাপাশি অযোধ্যা রাম মন্দির উদ্বোধনে জাতীয় ঐক্য ও চেতনাকেও সমন্বিত করবে। তাই উত্থাপিত বিষয়টি নিয়ে জরুরী ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। যাতে আগামী ২০ জানুয়ারি, ২০২৪ তারিখে আগরতলা থেকে অযোধ্যা এবং ২৩ জানুয়ারি, ২০২৪ তারিখে অযোধ্যা থেকে আগরতলা পর্যন্ত বিশেষ ট্রেন পরিষেবার ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন রাখেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন