Divya Kala Mela : শিশু উদ্যানে আয়োজিত দিব্য কলা মেলার সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যপাল ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Divya Kala Mela : শিশু উদ্যানে আয়োজিত দিব্য কলা মেলার সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যপাল ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

Share This

 


 আগরতলা, ১১ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াসের দিশায় কাজ করছে। দিব্যাঙ্গজনদের কল্যাণ ও তাদের সুনিশ্চিত জীবন যাপনের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। রবিবার শিশু উদ্যানে আয়োজিত দিব্য কলা মেলার সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু একথা বলেন। রাজ্যপাল দেশে দিব্যাঙ্গজনদের কল্যাণে ন্যাশনাল ডিসেবিলিটি ফিনান্স এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ মন্ত্রকের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।


মেলার সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, দিব্যাঙ্গজনদের কল্যাণে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। তিনি জানান, ত্রিপুরাতে আরও ৪টি ডিডিআরসি স্থাপন করা হবে। তিনি বলেন, দিব্যাঙ্গজনদের আত্মনির্ভর করতে বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


 অনুষ্ঠানে অতিথিগণ দিব্যাঙ্গজনদের হাতে চলন সামগ্রী, শংসাপত্র, জব সার্টিফিকেট, স্মার্ট ফোন ও ঋণের অনুমোদনপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসসি ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান বিধায়ক পিনাকী দাস চৌধুরী ও ওবিসি ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান এম কে নাথ। সমাপ্তি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনডিএফডিসি'র চেয়ারম্যান নবীন শাহ। সমাপ্তি অনুষ্ঠানের পর রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু দিব্য কলা মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং দিব্যাঙ্গজনদের সঙ্গে মতবিনিময় করেন।





Ambassa MC Office : আমবাসা পুর পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনে মুখ্যমন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad