Road Accident : উত্তর রাজনগরে যান দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

IMG_20210801_114612

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

demo-image

Road Accident : উত্তর রাজনগরে যান দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

Share This


 আগরতলা, ০৬ ফেব্রুয়ারি : জলের ট্যাঙ্কার গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পরিবারের ৩ জনের। ঘটনা বাগমা উত্তর রাজনগর এলাকায়। এক বাইকে করে মা ছেলে এবং দিদিমা রওনা হয়েছিলেন, কিন্তু তাদের আর বাড়ি ফেরা হল না। একজনের মৃত্যু হল ঘটনা স্থলে। অপর দুজনের মৃত্যু হয় জিবি হাসপাতালে । 


জানা গেছে মঙ্গলবার সকাল প্রায় ৮টা নাগাদ পিত্রা এলাকা থেকে বৈষ্ণব সেবার নিমন্ত্রণ সেরে ছেলে দ্বীপ দাসের বাইকে করে মা মনি দাস ও দ্বীপের দিদা পূর্ণিমা কর্মকার রাজনগর  বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির কিছুদূরে রাজনগর বাসঝাড়ের পাশে আসার পর উদয়পুর দিক থেকে আসা একটি জলের ট্যাঙ্কার গাড়ি রাস্তার মোড় নিতে গিয়ে তাদের বাইকটিতে সজরে ধাক্কা দেয় । এতে তিনজনই গাড়ির নিচে চাপা পড়ে যায়।  ঘটনাস্থলেই মৃত্যু হয় মনি দাসের (৪০)।


মর্মান্তিক এই দুর্ঘটনাটি প্রত্যক্ষ করে ঘটনাস্থলে ছুটে আসে এলাকাবাসী । তারা প্রথমে খবর দেয় উদয়পুরে দমকল কর্মীদের । দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে তিনজনকেই গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মনি দাস কে মৃত বলে ঘোষণা করেন । দুজনের অবস্থা সংককজনক হওয়ায় পূর্ণিমা কর্মকার ও দ্বীপ দাস কে জিবি হাসপাতালে রেফার করে দেয়া হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় দুজনের। মর্মান্তিক এই যান দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। এদিকে পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।






Weights and Measures : খোয়াই ও সিপাহীজলা জেলায় ওজন ও পরিমাপ দপ্তরের অভিযান, ৫ দোকানীকে জরিমানা


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages