কোলকাতা, ০৭ ফেব্রুয়ারি : বিশিষ্ট ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার প্রয়াত। বয়স হয়েছিল ৭২ বছর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। বিখ্যাত কবিতা 'ছাগলের কান্ড' এর রচয়িতা ভবানীপ্রসাদ মজুমদার দীর্ঘদিন ভুগছিলেন স্মৃতিভ্রংশ সমস্যাতেও। হাওড়ার দাসনগরের বাড়িতে গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যে কোনো বিষয় নিয়ে তৎক্ষণাত ছড়া বানিয়ে ফেলতে জুড়ি ছিল না ভবানীপ্রসাদের।
প্রথম বই 'মজার ছড়া'। তারপর এক এক করে বেরোয়, ভূতের ছড়া, খেলার ছড়া ইত্যাদি। তাঁর সমস্ত ছড়া নিয়ে প্রকাশিত সংকলন, ছড়া সমগ্র। প্রখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে আছে ‘রবীন্দ্রসঙ্গীত’, ‘পদ্মাবতী’, ‘মধুকর্ণিকা’, ‘জন্মভূমি’ ইত্যাদি।
বাংলা একাডেমির অভিজ্ঞান পুরস্কার ছাড়াও, শিশু সাহিত্য পরিষদ ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির পুরস্কার, সুকুমার রায় পদক সহ বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন