নতুন দিল্লি, ১৪ ফেব্রুয়ারি : বুধবার দুবাইয়ে 'World Governments Summit'-এ ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আধুনিক বিশ্বে গত শতাব্দীর চ্যালেঞ্জগুলির কথা উল্লেখ করে, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য ও জলের ঘাটতি, শক্তির ব্যবহার, শিক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মতো জরুরি বিষয়গুলি তুলে ধরেন। এখানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ভারতের উত্থান, বিভিন্ন কর্মসূচীতে দেশবাসীর অংশগ্রহণ, সামাজিক অন্তর্ভুক্তি এবং নিরন্তর উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ ভারতের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী তাঁর 'ন্যূনতম সরকার, সর্বাধিক প্রশাসন'-এর ভাবনাকে সমর্থন করে ভারতের ভবিষ্যৎ গঠনে নাগরিকদের অংশগ্রহণের ওপর জোর দেন। সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির উদাহরণ হিসাবে তিনি, 'স্বচ্ছ ভারত অভিযান', 'জনভাগিদারি' এবং 'বেটি বাঁচাও বেটি পড়াও'-এর মতো উদ্যোগের সাফল্যের কাহিনী তুলে ধরেন।
এদিকে দুবাইয়ে World Governments Summit-এর ফাঁকে প্রধানমন্ত্রী আজ মাদাগাস্কার-এর রাষ্ট্রপতি অ্যাণ্ড্রি রাজোলিনার সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় দেশের নেতার এটিই প্রথম বৈঠক, যেখানে কূটনৈতিক মত বিনিময়ের গুরুত্ব তুলে ধরা হয়। দু’দেশের মধ্যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্বীকার করে দুই রাষ্ট্রনেতা ভারত ও মাদাগাস্কারের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। মাদাগাস্কারের সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধিতে ভারতের অঙ্গীকার, বিশেষ করে, ‘Security and Growth for All in the Region-SAGAR’-এর কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রসঙ্ঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারত ও মাদাগাস্কারের মধ্যে অভিন্ন স্বার্থ ও মূল্যবোধের ওপর জোর দেন তাঁরা।
পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবুধাবিতে প্রথম হিন্দু মন্দির বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা BAPS মন্দিরে আরতি করেন এবং প্রার্থনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন