আগরতলা, ২০ মার্চ : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বুধবার সন্ধ্যায় শালবাগানস্থিত অক্সিজেন পার্ক পরিদর্শন করেন। অক্সিজেন পার্কের বনকর্মীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাজ্যপাল শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর তিনি পার্কের অর্কিডিয়াম, ফার্নারিয়াম, এভিয়ারি, রেবিট হাউস ও লগ হাটগুলি পরিদর্শন করেন।
অক্সিজেন পার্ক পরিদর্শনের সময় রাজ্যপালের সঙ্গে ছিলেন পিসিসিএফ এবং এইচওএফএফ ড. এ কানফাডে, সিসিএফ টেরিটোরিয়াল ড. শশীকুমার, সিইও ক্যাম্পা দীপা ডি নায়ার, পশ্চিম ত্রিপুরার ডিএফও সহ বন দপ্তরের আধিকারিকগণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন