BJP Rally : আস্তাবল ময়দানে প্রধানমন্ত্রী, ত্রিপুরার সরকারের কাজের প্রশংসায় পঞ্চমুখ মোদী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

IMG_20210801_114612

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

demo-image

BJP Rally : আস্তাবল ময়দানে প্রধানমন্ত্রী, ত্রিপুরার সরকারের কাজের প্রশংসায় পঞ্চমুখ মোদী

Share This

 


আগরতলা, ১৭ এপ্রিল : ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নে হিরা প্লাস (HIRA +) মডেলে কাজ করার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী  বিপ্লব কুমার দেব এবং কৃতি সিং দেববর্মার সমর্থনে বুধবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত  সমাবেশে জনতার উদ্দেশ্যে সম্বোধন করতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। 

                       

 নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমাদের সরকার ত্রিপুরার সার্বিক বিকাশের জন্য হিরা (HIRA) মডেল বাস্তবায়ন করেছে। আর একে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। আজ শুধু এখানে নয়, সারা দেশে মানুষ হিরা মডেলের কথা বলছেন। হিরা মানে হাইওয়ে (জাতীয় সড়ক), ইন্টারনেট ওয়ে (ইন্টারনেট পরিষেবা), রেলওয়ে (রেল যোগাযোগ) এবং এয়ারওয়ে (বিমান পরিষেবা)। আমি এই প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই প্রতিশ্রুতি পূরণ করেছি। বর্তমানে ত্রিপুরায় একটি চার লেনের হাইওয়ে নির্মাণের প্রক্রিয়া চলছে। 


FB_IMG_1713366202839

 প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি করার লক্ষ্যে কাজ চলছে। এই প্রসঙ্গে তিনি বলেন, আমরা ত্রিপুরাকে বাংলাদেশের সাথে সংযুক্ত করার জন্য মৈত্রী সেতু উদ্বোধন করেছি এবং এখন ত্রিপুরা ফাইভ জি (5G) এর মতো উন্নত পরিষেবা পেতে যাচ্ছে। 

                   

রাজ্যে পরিকাঠামোগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও আলোকপাত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'আমাদের সরকার এমবিবি বিমানবন্দরে একটি নতুন আধুনিক টার্মিনাল তৈরি করেছে এবং ডাঃ মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা সরকার হিরা প্লাস মডেলের মাধ্যমে ত্রিপুরার উন্নয়নের জন্য আরও পদক্ষেপ নিচ্ছে'।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এদিন স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত বিজয় শঙ্খনাদ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন ২০২৪ সালের লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে তৃতীয় বারের মতো পুনঃনির্বাচিত করতে এবং একটি দুর্নীতিমুক্ত দেশ ও উন্নত জাতি গঠনের জন্য ব্যাপক গুরুত্ব বহন করে। কারণ প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশ বিকাশের দিশায় দ্রুত এগিয়ে চলছে। ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের বিকাশেও ব্যাপক অগ্রাধিকার দিয়েছেন তিনি। 


FB_IMG_1713366217760

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণে ত্রিপুরার জনগণ সিপিএমের দুঃশাসন ও সহিংসতা থেকে মুক্তি পেয়েছে। আসন্ন এই নির্বাচন একটি উন্নত দেশ গড়া, ২০৪৭ সালের মধ্যে প্রধানমন্ত্রী মোদির 'বিকশিত ভারত'-এর স্বপ্ন পূরণ করা, আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত ভারত তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন দেশের সার্বিক উন্নয়নের জন্য এবং ইন্ডিয়া জোটের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার জন্যও গুরুত্বপূর্ণ। 

                        

 মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য ত্রিপুরার ৪.৫ লক্ষ মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘর পেয়েছেন। জল জীবন মিশনে সুবিধাভোগী ৩ শতাংশ থেকে বেড়ে ৭৫ শতাংশ হয়েছে এবং স্বাস্থ্য পরিষেবার জন্য প্রায় ১৩ লক্ষ মানুষ আয়ুষ্মান ভারত যোজনা থেকে উপকৃত হয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও রামনগর উপনির্বাচনে প্রার্থী দীপক মজুমদার এবং আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি সিং দেববর্মাকে পদ্ম প্রতীক চিহ্নে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করতে আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দেশ ও রাজ্যকে আরো শক্তিশালী করার উপর গুরুত্ব তুলে ধরেন তিনি। 


 এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা, তিপ্রা মথা দলের প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা, আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য, বিধায়ক ও তিন দলীয় জোটের শীর্ষ নেতৃত্ব।







Lok Sabha Election-2024 : আগামীকাল বিকাল ৫টায় শেষ হচ্ছে প্রথম পর্যায়ে সরব নির্বাচনী প্রচার,  আগরতলায় আসছেন প্রধানমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages